‘এখন তোমার সঙ্গে আলাপ হলে ঘুরেও দেখতাম না!’, স্ত্রী টুইঙ্কলের মন্তব্যে অক্ষয়ের ‘রসিক’ উত্তর

২১ বছরের বিবাহবার্ষিকীতে অক্ষয়-টুইঙ্কলের কথোপকথনে হেসে খুন নেটিজেনরা।

Twinkle Khanna, Akshay Kumar, Twinkle Khanna-Akshay Kumar's marriage anniversary, টুইঙ্কল খান্না, অক্ষয় কুমার, অক্ষয়-টুইঙ্কল, bengali news today
অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না

দু’দশক ধরে একসঙ্গে ঘরকন্না করছেন অক্ষয় কুমার (Akshay Kumar) এবং টুইঙ্কল খান্না (Twinkle Khanna)। সোমবার বলিউডের তারকাজুটির দাম্পত্যযাপন ২১ বছরে পা রাখল। আর সেই প্রেক্ষিতেই তাঁদের রসায়নের বড়সড় গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী-লেখিকা। বলিউডের খিলাড়ি কুমারের উদ্দেশে বললেন, “এখন যদি তোমার সঙ্গে প্রথম আলাপ হত, তাহলে ঘুরেও কথা বলতাম না।” স্ত্রীয়ের এমন মন্তব্য শুনে অক্ষয় যা প্রতিক্রিয়া দিলেন, তাতেই মজেছেন নেটিজেনরা।

২১ বছরের বিবাহবার্ষিকী উপলক্ষে টুইঙ্কল তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দম্পতিকে দেখা গেল মুখোমুখি বলে খোজ মেজাজে আড্ডা দিতে। শুধু তাই নয়, সেই আড্ডার কথপোকথনের একটা অংশও তুলে ধরলেন তিনি।

আজ তাঁদের জীবনের বিশেষদিন উপলক্ষে একসঙ্গে বসে যখন গল্প করছিলেন, তখনই টুইঙ্কল অক্ষয়ের উদ্দেশে বলেন, “আমরা একে-অপরের থেকে কতটা আলাদা। তাই আজ যদি কোনও পার্টিতে হঠাৎ তোমাকে প্রথম দেখতাম, আমাদের আলাপ হত, আমি হয়তো তোমার সঙ্গে কথাই বলতাম না।” সেই প্রেক্ষিতে অভিনেতার উত্তর, “আমি তো অবশ্যই তোমার সঙ্গে কথা বলতাম।” এরপরই টুইঙ্কলের সপাট মন্তব্য, “কেন কথা বলতে, সেটা ভেবে আমি মোটেই অবাক হচ্ছি না। তোমার সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিতে আমাকে?” স্ত্রীয়ের প্রশ্নে অক্ষয়ের জবাব, “আজ্ঞে না! আমি বলতাম, বউদি, দাদা কেমন আছেন? বাচ্চারা ভাল আছে তো? আচ্ছা নমস্কার…।”

অক্ষয়-টুইঙ্কলের এমন মজার কথোপকথনেই মজেছেন রসিক নেটজনতা। প্রসঙ্গত, তারকা দম্পতি এখন দুই ছেলে-মেয়েকে নিয়ে রণথম্বোরে ছুটি কাটাচ্ছেন।

[আরও পড়ুন: ‘সেক্রেড গেমস ৩’-এর নামে ভুয়ো কাস্টিংয়ের ফাঁদ! FIR দায়ের ক্ষুব্ধ অনুরাগ কাশ্যপের]

সেখান থেকেই তাঁদের ৯ বছর বয়সী মেয়ে নিতারার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন অক্ষয়। যেখানে দেখা গেল, গ্রাম্য পরিবেশ আর প্রকৃতির সৌন্দর্য বেজায় উপভোগ করছে নিতারা।

উল্লেখ্য দিন কয়েক আগেই স্ত্রী টুইঙ্কলের জন্মদিনে মালদ্বীপে সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন অক্ষয় কুমার। সেখান থেকেও দম্পতির ছবি-ভিডিও প্রকাশ্যে আসতেই দাবানল গতিতে তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Twinkle khanna akshay kumar celebrates their 21st marriage anniversary

Next Story
ক্যাটরিনার ‘টিপ টিপ বরসা পানি’ দেখে কী প্রতিক্রিয়া রবিনার? জানুন
Exit mobile version