Advertisment

বহু নায়িকার সঙ্গে সম্পর্কে জড়ান অক্ষয়! তবুও দাম্পত্য অটুট কীভাবে? সিক্রেট ফাঁস টুইঙ্কলের

সুখী দাম্পত্যের চাবিকাঠি দিলেন টুইঙ্কল খান্না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
twinkle khanna, twinkle khanna video, akshay kumar, latest bollywood news, Akshay Twinkle, অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না, অক্ষয় টুইঙ্কল, বলিউডের খবর

অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না

দু' দশক ধরে সংসার করছেন। একসঙ্গে বহু চড়াই-উতরাইয়ের সাক্ষী তাঁরা। তবে তাঁর মাঝেও অক্ষয় কুমারের সঙ্গে ঘরকন্না সামলে রেখেছেন টুইঙ্কল খান্না। স্বামী-স্ত্রীর পাশাপাশি দুই তারকা একে-অপরের ভাল প্রিয় বন্ধুও। সম্পর্ক নিয়ে কোনওদিন কোনওরকম রাখঢাক করেননি। প্রকাশ্যেই একে-অপরের প্রতি প্রেম প্রকাশ করেছেন। বিয়ের আগে ও পরে স্বামীর সঙ্গে বহু নায়িকার নাম জড়িয়ে কেচ্ছা হলেও কীভাবে অক্ষয়ের সঙ্গে এত বছরের দাম্পত্য টিকিয়টে রাখলেন? সেই গোপন কথাই ফাঁস করেছেন টুইঙ্কল।

Advertisment

সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় টুইঙ্কল তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যেকার মাখামোখা রসায়ণের এক ভিডিও শেয়ার করেছেন। যদিও সেই ভিডিও এক বিজ্ঞাপনী শুটের নেপথ্যের দৃশ্য। তবে অক্ষয়-টুইঙ্কলের রসায়ন কিন্তু নজর কেড়েছে নেটপাড়ায়। ক্যাপশনও মিষ্টি। অভিনেত্রী-লেখিকা লিখেছেন, "ক্যামেরার সামনে আমরা একটু বেশিই হাসছি। তবে বাস্তবে ওঁর সঙ্গে চা খাওয়ার সময়ে এতটাও হাসি না। ভালবাসা তো আছেই, তবে বন্ধুত্বই একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়। কি আপনারা এক মত তো? নাকি নন?"

অভিনেত্রীর প্রশ্নের উত্তর দিতেই নেটপাড়ায় ঠেলাঠেলির জোগাড়! কারও মন্তব্য, 'অবশ্যই বন্ধুত্ব দীর্ঘদিনের সম্পর্ককে আরও মজবুত করে তোলে। তাই বন্ধুত্ব যদি গাছের চারা হয়, তাহলে ভালবাসা হচ্ছে তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় জল।' কেউ বা আবার লিখলেন, 'আমার দুই প্রিয় তারকা।' কেউ কেউ আবার টুইঙ্কেলের সঙ্গে একবাক্যে সায় দিলেন।

<আরও পড়ুন: ‘হিন্দু ধর্মের নামে কলঙ্ক, ধর্ম বদলান..’ রমজানে ইফতারি করে ভয়ঙ্কর আক্রমণের মুখে রাহুল-প্রীতি>

প্রসঙ্গত, রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কল খান্না ২০০১ সালে অক্ষয় কুমারের সঙ্গে বিয়ে করেন। বিয়ের আগে আগে অবশ্য জুলমি ও ইন্টারন্যাশনাল খিলাড়ি নামে দুটো সিনেমায় জুটি বাঁধেন তাঁরা। তবে তখন সম্পর্কে ছিলেন না। পরে অভিনয় ছেড়ে লেখায় মন দিয়ে আদ্যোপান্ত লেখিকা হয়ে ওঠেন টুইঙ্কল খান্না।

bollywood Akshay Kumar Twinkle Khanna Entertainment News Bollywood News
Advertisment