Advertisment

মেকআপ নিয়ে ট্রোলড রানু, পাশে দাঁড়ালেন নেটিজেনরা 

রানু মন্ডলের মেকআপ ট্রান্সফরমেশন ভাইরাল সোশাল মিডিয়ায়। তবে এবার তাঁকে ট্রোল করা নিয়ে প্রতিবাদ করলেন টুইটারেতিরা।

author-image
IE Bangla Web Desk
New Update
ranu mondal

কানপুরে একটি অনুষ্ঠানে রানু মন্ডল।

ইন্টারনেট সেনসেশন রানু মন্ডলের সদ্য মেকওভার হয়েছে। কানপুরে একটি সেলুনের উদ্বোধনে গিয়ে সোনালি পোশাকে সেজেছিলেন রানু। কিছু সোনালি গয়নাও পড়েছিলেন তিনি। রানু মন্ডলের মেকআপ ট্রান্সফরমেশন ভাইরাল সোশাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ রানুর লুকের সমালোচনায় সরব হন। উল্টোদিকে একাংশ তাকে সমর্থন করে এগিয়ে আসেন।

Advertisment

নেটপাড়ার বাসিন্দাদের একটা অংশ রানু মন্ডলকে জোয়াকুইন ফিনিক্সের জোকার এবং হরর থ্রিলার দ্য নান-এর মুখ্য চরিত্রের সঙ্গেও তুলনা করেন।

আরও পড়ুন, অবশেষে খোঁজ মিলল সৃজিতের তোপসের

রানু মন্ডলের সপক্ষে টুইটারেতিরা মুখ খুললেন এবার। তারা লেখেন, ''রানু মন্ডলের প্রতিটা বিষয় হাসির নয়। দয়া করে মনে রাখুন কেউ নিজের লুক পরিবর্তন করতে পারেন না, কিন্তু কিছু সময় যুক্তিসম্মত কথা বলা প্রয়োজন এবং কাওকে জাজ করলে সামান্য নমনীয়তাও জরুরি।''

টুইটারেই আরও এক ব্যক্তি লেখেন, ''জানি না কেন প্রত্যেকে রানু মন্ডলের মেকআপ নিয়ে হাসাহাসি করছেন। এরকম তো নয় সে ইচ্ছে করে নিজেকে হাসির পাত্র বানিয়েছেন।''

আরও পড়ুন, সুপারস্টার রজনীকান্তই ইফি-র সুবর্ণজয়ন্তী আইকন, গোয়াতে উৎসবের সূচনা

রানাঘাট রেল স্টেশনে রানুর গলায় ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’-গানটি রেকর্ড করেছিলেন এক পথচারী। নিজের ফেসবুক প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হন রানু মন্ডল, পরিচিত হন ‘লতাকণ্ঠী’ নামে। এরপরেই ডাক পান মুম্বইয়ের রিয়্যালিটি শোয়ে। সেই মঞ্চেই তাঁর গান শুনে হিমেশ রেশমিয়া বলেছিলেন, তাঁর ছবিতে প্লে ব্যাক করার কথা। নিজের কথা রেখেছেন গায়ক-সঙ্গীতপরিচালক।

Music
Advertisment