ইন্টারনেট সেনসেশন রানু মন্ডলের সদ্য মেকওভার হয়েছে। কানপুরে একটি সেলুনের উদ্বোধনে গিয়ে সোনালি পোশাকে সেজেছিলেন রানু। কিছু সোনালি গয়নাও পড়েছিলেন তিনি। রানু মন্ডলের মেকআপ ট্রান্সফরমেশন ভাইরাল সোশাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ রানুর লুকের সমালোচনায় সরব হন। উল্টোদিকে একাংশ তাকে সমর্থন করে এগিয়ে আসেন।
নেটপাড়ার বাসিন্দাদের একটা অংশ রানু মন্ডলকে জোয়াকুইন ফিনিক্সের জোকার এবং হরর থ্রিলার দ্য নান-এর মুখ্য চরিত্রের সঙ্গেও তুলনা করেন।
#RanuMandal is ready to play the role of The nun biopic ❤️ pic.twitter.com/G3ISxs1X22#RanuMandal
— PANKAJ SINGH (@HinduRajput4) November 17, 2019
#ranumondal #RanuMandal #makeover
Reality is often disappointing. pic.twitter.com/JjHT3C9osE— Divya badhautiya (@BadhutiyaDivya) November 16, 2019
আরও পড়ুন, অবশেষে খোঁজ মিলল সৃজিতের তোপসের
রানু মন্ডলের সপক্ষে টুইটারেতিরা মুখ খুললেন এবার। তারা লেখেন, ''রানু মন্ডলের প্রতিটা বিষয় হাসির নয়। দয়া করে মনে রাখুন কেউ নিজের লুক পরিবর্তন করতে পারেন না, কিন্তু কিছু সময় যুক্তিসম্মত কথা বলা প্রয়োজন এবং কাওকে জাজ করলে সামান্য নমনীয়তাও জরুরি।''
টুইটারেই আরও এক ব্যক্তি লেখেন, ''জানি না কেন প্রত্যেকে রানু মন্ডলের মেকআপ নিয়ে হাসাহাসি করছেন। এরকম তো নয় সে ইচ্ছে করে নিজেকে হাসির পাত্র বানিয়েছেন।''
Everyone making fun of #RanuMandal please remember that one can’t change their looks,but you can certainly choose to speak logically & with kindness whilst judging her.Being in the public eye & under a scanner while she herself is a WIP ain’t easy for an adult. Cut her some slack
— Monica Jasuja (@jasuja) November 16, 2019
I'm really upset by the Ranu Mondal jokes. It reeks of privilege. Why do we assume that only those who are born rich and famous are entitled to attention and luxury. Let's not set limits and undermine based on where they are Born. Birthplace doesn't determine where they belong.
— harish ????️???? #SaveAarey (@hiyer) November 17, 2019
I don't understand why everyone is making fun of #RanuMandal 's make up. It's not like she did it herself or knows anything about it.
— Mrs. CR7 (@itsmeashma) November 17, 2019
আরও পড়ুন, সুপারস্টার রজনীকান্তই ইফি-র সুবর্ণজয়ন্তী আইকন, গোয়াতে উৎসবের সূচনা
রানাঘাট রেল স্টেশনে রানুর গলায় ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’-গানটি রেকর্ড করেছিলেন এক পথচারী। নিজের ফেসবুক প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হন রানু মন্ডল, পরিচিত হন ‘লতাকণ্ঠী’ নামে। এরপরেই ডাক পান মুম্বইয়ের রিয়্যালিটি শোয়ে। সেই মঞ্চেই তাঁর গান শুনে হিমেশ রেশমিয়া বলেছিলেন, তাঁর ছবিতে প্লে ব্যাক করার কথা। নিজের কথা রেখেছেন গায়ক-সঙ্গীতপরিচালক।