Advertisment

ডবল ব্যোমকেশ, সঙ্গে মিতিন মাসি, এবার পুজোয় গোয়েন্দাদের ভিড়

এখনও পর্যন্ত যা তালিকা, তাতে পুজোয় পাল্লা ভারি ব্যোমকেশের, একসঙ্গে দু-দুটো ছবি। সঙ্গে আসছে আরও এক গোয়েন্দা ছবি, 'মিতিন মাসি'।

author-image
IE Bangla Web Desk
New Update
bymokesh mitin

তিন গোয়েন্দা ছবিতে জমজমাট পুজো।

ভোট যুদ্ধ শেষ, সঙ্গে ভাটা পড়েছে উত্তেজনাতেও। এবারে কী দিয়ে বাজার গরম হবে? ফাঁকা ময়দানে নেমে পড়েছে ফিল্ম প্রযোজনা সংস্থাগুলি, নজর পুজোর ওপর, এবং 'পুজো স্পেশাল' ছবির ওপর। এখনও পর্যন্ত যা তালিকা, তাতে পাল্লা ভারি ব্যোমকেশের, একসঙ্গে দু-দুটো ছবি। সঙ্গে আসছে আরও এক গোয়েন্দা ছবি, 'মিতিন মাসি'। ভাবছেন, দুটো ব্যোমকেশ কেন? ভেঙ্কটেশ ফিল্মস তো জানিয়েছিল এবারে পুজোয় ব্যোমকেশকে আনবে না তারা। সেইমতোই ব্যোমকেশের ভূমিকায় অবতীর্ণ হচ্ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, আর 'মিতিন মাসি' নিয়ে এগোচ্ছিলেন অরিন্দম শীল।

Advertisment

কিন্তু মহেন্দ্র সোনির টুইট সব পাশা পাল্টে দিল। আবির চট্টোপাধ্যায়কে ট্যাগ করে পুজোয় ব্যোমকেশের আগমন বার্তা দিয়েছেন মণি। তবে কে করবেন এই ছবির পরিচালনা? কোন গল্প নিয়ে তৈরি হবে ব্যোমকেশ? এসব প্রশ্নের উত্তর অধরাই রয়ে গেছে। ওদিকে সায়ন্তন ঘোষালের পরিচালনায় ‘মগ্ন মৈনাক’ গল্প অবলম্বনেই তৈরি হচ্ছে ‘সত্যান্বেষী ব্যোমকেশ’। সেখানে ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে, অজিতের ভূমিকায় থাকবেন রুদ্রনীল ঘোষ।

আরও পড়ুন, সৃজিতের ‘গুমনামী’র যাত্রা শুরু

অরিন্দম শীল ক্যামেলিয়ার প্রযোজনায় আনছেন 'মিতিন মাসি'। প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায়ের চরিত্রে বড়পর্দায় দেখা যাবে কোয়েল মল্লিককে। সুচিত্রা ভট্টাচার্যের 'হাতে মাত্র তিন দিন' গল্প নির্ভর সেলুলয়েডে প্রথম 'মিতিন মাসি'। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ছবির ফার্স্ট লুক। আর গোয়েন্দা ছবিতে অরিন্দমের হাতযশ সর্বজনবিদিত।

এতো গেল পুজোয় গোয়েন্দাদের কথা। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, পুজোর ছবির লিস্টিটা নেহাত ছোট নয়। দেবের প্রযোজনায় আসছে ‘পাসওয়ার্ড’। জিত নিয়ে আসছেন পাভেলের পরিচালনায় 'অসুর'। সৃজিত মুখোপাধ্যায়ের 'গুমনামী'-ও আসার কথা পুজোতেই। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

এখনও পর্যন্ত সুরিন্দর ফিল্মস পুজোয় কোনও ছবির কথা বলে নি। সুরিন্দর অবশ্য বরাবরই পুজোয় ছবির ভিড়ে নিজেদের একটু সরিয়েই রাখে। আবার শোনা যাচ্ছে, 'প্রফেসর শঙ্কু'র কাজ শেষ হলে সেই ছবিও মুক্তি পেতে পারে পুজোয়।

Abir Chatterjee tollywood Bengali Cinema parambarata chatterjee koel mallick
Advertisment