Advertisment

Udit Narayan: 'আমি নিপাট ভদ্রলোক, ভক্তদের খুশি করতে...', চুমু বিতর্কে মুখ খুললেন উদিত নারায়ন

Udit Narayan Kiss Controversy: লাইভ পারফরম্যান্সের মাঝে আচমকা মহিলাভক্তের ঠোঁটে জাপটে চুমু। উদিতের কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। চর্চার মাঝে মুখ খুললেন গায়ক উদিত নারায়ন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
চুমু বিতর্কে মুখ খুললেন উদিত নারায়ন

চুমু বিতর্কে মুখ খুললেন উদিত নারায়ন

Udit Narayan: উদিত নারায়নের লাইভ পারফরম্যান্সের মঞ্চে তখন নয়ের দশকের নস্ট্যালজিয়া। 'টিপ টিপ বরসা পানি'-তে তাঁর সঙ্গে সমস্বরে গাইছে সেখানে উপস্থিত দর্শক। উদিতের কণ্ঠে চাক্ষুস 'টিপ টিপ বরসা পানি' উপভোগ করার মাঝেই মঞ্চের সামনে প্রিয় গায়কের সঙ্গে সেলফি তোলার হিড়িক। মহিলা ভক্তদের চুমু বিলোতেই কটাক্ষের মুখে নয়ের দশকের ফেমাস সংগীতশিল্পী উদিত নারায়ন।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় উদিতের চুমুকাণ্ডের মুহূর্ত ভাইরাল হতেই তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। তবে গায়কের ভক্তদের অনেকেই মনে করেছেন এটি হয়তো AI দ্বারা বানানো কোনও ভিডিও। চর্চার মুখে অবশেষে মুখ খুললেন উদিত নারায়ন। ভক্তদের আবদার রাখতে, তাঁদের খুশি করতে চুমু খাওয়া কোনও বড় বিষয় নয় বলে দাবি গায়কের। সেই সঙ্গে নিজেকে নিপাট ভদ্রলোক বলেও সম্বোধন করেছেন সংগীতশিল্পী উদিত নারায়ন। 

উদিতের বক্তব্য, 'ভক্তরা আমাকে খুব ভালবাসে। আমরা সেইরকম মানুষ নই। আমরা ভদ্র। বহু মানুষ আমাদের অনুপ্রেরণা দেন। তাঁরা তাঁদের ভালবাসা এভাবেই জাহির করে। এটাকে এত বড় ইস্যু করার কোনও যৌক্তিকতা নেই। প্রচুর ভিড় হয়েছিল। আমার সঙ্গে দেহরক্ষীরাও ছিলেন। কিন্তু, ভক্তরা আমার কাছে আসতে চেয়েছেন। একটু সেলফি তোলার আবদার করেছেন। কেউ আবার হ্যান্ডসেক করতে চেয়েছেন। অনেকেই আমার সঙ্গে শুধু হাত মিলিয়েছেন আবার কেউ কেউ হাতে চুমু খেয়েছেন। এগুলো ভক্তদের আনন্দ, ওঁদেরকেও তো খুশি করতে হয়। তাই এগুলো নিয়ে অযাতিত চর্চা করা বৃথা।'

চুমু বিতর্ক নিয়ে উদিত বলেন,  'আমার পরিবারে কোনও বিতর্ক নেই। কিন্তু, এই মুহূর্তে মনে হচ্ছে যেন বিতর্ক তৈরির চেষ্টা চলছে। আদিত্যও খুব চুপচাপ। কোনও বিতর্কে জড়ায় না। আমি যখন স্টেজে গান গাই তখন ভক্তরা এইরকমই আবদার করে। আমাদেরও উচিত ওঁদের খুশি করা।  দীর্ঘ ৪৬ বছর আমি বলিউডে কাজ করছি। কখনও আমার ইমেজ নষ্ট হয়নি। ভক্তরা আমাকে সবসময় ভালবেসেছে। আমিও হতাজোড় করে তাঁদের ভালবাসাকে সম্মান করেছি। একটাই কথা মনে হয়, এই সময়টা যদি আর ফিরে না আসে।'

Advertisment

ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, গান গাইতে গাইতেই স্টেজের সামনের দিকে চলে এলেন উদিত। সেখানে হাঁটু মুড়ে এক মহিলা ভক্তের সঙ্গে সেলফি তুলে তাঁর গালে চুমু এঁকে দিলেন। এরপর একে একে সব তরুণীর গালে পরপর উদিতের চুমু! ফের উঠে গিয়ে গান গাইলেন।

আরও পড়ুন: লাইভ শোয়ের মাঝে মহিলা ভক্তের ঠোঁটে জাপটে চুমু উদিতের, ভিডিও ভাইরাল হতেই কটাক্ষ গায়ককে

এবার সেখানে এলেন এক সুন্দরী তরুণী। তাঁর কাঁধে হাত রাখতেই সঙ্গে সঙ্গে গায়কের গালে চুমু। বিন্দুমাত্র আপত্তি না জানিয়ে পালটা মহিলাভক্তের ঠোঁটে জাপটে চুমু উদিত নারায়নের। সঙ্গে সঙ্গে আনন্দে একেবারে চিৎকার করে ওঠেন তরুণী। সেই মুহূর্তের সঙ্গে তাল মিলিয়ে  'টিপ টিপ বরসা পানি'-র রোম্যান্টিক গানে মঞ্চ মাতালেন উদিত।

bollywood movie Bollywood News Bollywood Song udit narayan
Advertisment