Nusrat Jahan : রবিবাসরীয় দুপুরে ভাত ঘুম নয়, কী ভাবে সময় কাটাচ্ছেন নুসরত?

Nusrat Jahan Sunday Afternoon : রবিবারের দুপুরে যশের সঙ্গে গল্প বা টিভি চ্যানেলে চোখ নয়। কী ভাবে সময় কাটাচ্ছেন নুসরত? নিজেই ছবি পোস্ট করে জানালেন অভিনেত্রী।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
Nusrat Jahan

Nusrat Lazy Sunday Afternoon : বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর বেশ নামডাক রয়েছে। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয়। ফটোশ্যুট থেকে পারফেক্ট ফ্যামিলি টাইম কাটানোর সুন্দর মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। যশের হাত ধরে ছুটি কাটানোর লাভিডাভি ছবিও পোস্ট করেন নুসরত। রবিবার দুপুরে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন টলি অভিনেত্রী। তবে তা যশ বা ছেলে ঈশানের সঙ্গে নয়। একটু নিজের মতো করে রবিবারের অলস দুপুরটা কাটাচ্ছেন নুসরত। তাঁর সঙ্গী চারপেয়। হ্যাঁ, পোষ্যদের সঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন টলিউডের গর্জাস ডিভা নুসরত জাহান। 

Advertisment


শর্টস আর টি-শার্ট পরে দুই পোষ্যকে জড়িয়ে আদর করছেন। ছবি পোস্ট করে লিখেছেন, 'রবিবার দুপুরের প্রিয় সদস্য'। 'সুন্দর মায়ের মিষ্টি বাচ্চা' বলে মন্তব্য জমা পড়েছে কমেন্ট বক্সে। এছাড়াও নেটপাড়ার সদস্যরা নুসরতের এই মিষ্টি ছবিতে লাইক-কমেন্টে একেবারে ভরিয়ে দিয়েছেন। তিনি যে পশুপ্রেমী সেই নজির আগেও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পেজে। পোষ্যদের নিয়ে প্রায়ই পোস্ট শেয়ার করেন যশ ঘরণী। 

Advertisment


আগামী রবিবার অর্থাৎ ২৪ নভেম্বর ছোট পর্দায় আসছে যশ-নুসরতের প্রোডাকশন হাউজের প্রথম ছবি সেন্টিমেন্টাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই প্রচার সেরেছেন যুগলে। কয়েকদিন আগে যশ দাশগুপ্ত তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে নিজেই তাঁর টেলিভিশনে গ্র্যান্ড কামব্যাকের খবর দিয়েছিলেন। এরপর আরও একটি ভিডিয়ো পোস্ট করেন নুসরত।

 


সেখানে নুসরতের কপালে দেখা যায় চিন্তার ভাঁজ। যশ টেলিভিশনে ফিরছেন আর সেই খবরই নেই তাঁর কাছে। অবশেষে ১৬ নভেম্বর যুগলের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে যশ খোলসা করে নুসরতকে সবটা জানান যে তিনি একা নন, দুজনে একসঙ্গে টিভিতে আসছেন। সৌজন্যে সেন্টিমেন্টাল। এই ভিডিও থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যায়, আগামী ২৪ নভেম্বরের জন্যি ছিল এই চমক। উল্লেখ্য, সিনেমা মুক্তির আগে ও পরে ধামাকাদার প্রচারও করেছিলেন যশরত।  

আরও পড়ুন: 'আমার ফার্স্ট ফ্যামিলিকে তো বলেই দিয়েছি', যশের কথায় কেন চিন্তিত নুসরত? দেখুন ভিডিও

Bengali Actor Bengali Actress Bengali Film Yash Dasgupta Bengali News Today Bengali Film Industry Ishq With Nusrat