সেজে উঠেছে চণ্ডীমণ্ডপ, চারদিকে ঝলমলে আলো, লোকজন, হইচই.... অথচ শহরে দুর্গাপুজো আসতে এখনও ঢের দেরি। এ তবে কিসের আয়োজন? পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে শহর মেতেছে দুর্গোৎসবের আয়োজনে। বর্ষার আগেই। এ তারই ছবি।
Advertisment
শনিবার বালিগঞ্জ দুর্গাবাড়িতে মুক্তি পেল উমা ছবির টাইটেল ট্র্যাক। অনুপম রায়ের সঙ্গীত পরিচালনায় রূপঙ্কর বাগচির কণ্ঠে ইতিমধ্যেই সাড়া ফেলেছে সদ্য মুক্তি পাওয়া 'জাগো জাগো উমা' গানটি।
এদিন সন্ধ্যায় নিজে গানটি গেয়েও শোনালেন রূপঙ্কর। চাতাল জুড়ে তখন স্তব্ধতা।
অনুষ্ঠানে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা, সারা সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল, শ্রাবন্তী, অনুপম, রূপঙ্কর সহ ছবির গোটা টিম।
সৃজিত বলছিলেন অনুপম রায়ের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতার কথা। বলছিলেন, "আমি আর অনুপম একটা পরিবার, একই বাড়ির সদস্যর মতো। ওর সঙ্গে অনেক কাজ করেছি, কাজ করার অভিজ্ঞতাটা একেবারেই অন্য রকম।’’
বালিগঞ্জ দুর্গাবাড়িতে জানা গেল খুদে অভিনেত্রী সারার পছন্দের গান আলস্য, আর শ্রাবন্তীর পছন্দের তালিকায় রয়েছে হারিয়ে যাওয়ার গান।
এই নিয়ে উমার তৃতীয় গান প্রকাশ্যে এল। ট্রেলারও রিলিজ হয়ে গেছে। বলা বাহুল্য ইতিমধ্যেই তারা জায়গা করে নিয়েছে শ্রোতাদের প্লে লিস্টে। এখন অপেক্ষা ছবির মুক্তির।
মৃত্যুপথযাত্রী মেয়ের শেষ ইচ্ছা পূরণ করতে চান এক বাবা। তাঁর সেই প্রায় অসম্ভব চেষ্টাই এ ছবির বিষয়। আগামী ১ জুন এসভিএফ-এর প্রযোজনায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পাবে উমা। রিল লাইফ বাবা মেয়ের ভূমিকায় দেখা যাবে রিয়েল লাইফ বাবা মেয়ে যিশু সেনগুপ্ত এবং সারা সেনগুপ্তকে।