তাঁর ফ্যাশন সেন্স নিয়ে লোকজনের আগ্রহের শেষ নেই। যা কিছু দিয়ে, তিনি জামাকাপড় বানিয়ে ফেলতে পারেন। তবে, এবার নিজের পোশাকের কারণে নিজেই ফেসেছেন। আবার কী হল তার? পোশাকের কারণে হুমকি পেয়েছেন, তাঁর বিরুদ্ধে নানা মামলা করা হলেও উরফিকে আটকানো যায় নি।
সেলফ মেড ফ্যাশন আইকন বলে থাকেন নিজেকে। কেউ কেউ আবার তাঁকে উৎপটাং বলেও সম্বোধন করেন। যদিও নিজের ডিজাইন নিয়ে বিন্দুমাত্র সংকোচ নেই তাঁর। উল্টে, খুব গর্বই অনুভব করেন নিজেকে নিয়ে। কিন্তু গতকালের এক পোশাক পড়ার পর থেকেই এ কী অবস্থা তাঁর?
আরও পড়ুন [ মাথা গরম শাহরুখের? রুঢ় আচরণ ফ্যানের সঙ্গে! ‘বিরক্ত’ কিং খানকে নিয়ে জোর চর্চা ]
লোহার তাঁর দিয়ে সবুজ রঙের জামা বানিয়েছিলেন উরফি। টুইস্ট অ্যান্ড জিগজ্যাগ স্টাইলের সেই জামা পরে তাঁকে সুন্দর লাগছিল বটে কিন্তু তাতে ব্যথাও পেয়েছেন জোরদার। দাগ বসে গিয়েই বেশ ব্যথা পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, এগুলো আসল তার। ফলেই আমার স্কিনের অবস্থা ভয়ঙ্কর। লাল হয়ে গিয়ে খুব ব্যাথা। কিন্তু, আমায় জামাটা পরে বেশ ভাল লাগছিল। সেই কারণে এই ব্যথাও সহনীয়।
তাঁর জীবনে অনেক গল্প। ছোট বয়সেই বাবার থেকে নানাভাবে অত্যাচারিত তিনি। শুধু তাই নয়, একটাসময় ভুল অপবাদ খেয়ে বাড়ি ছেড়েছিলেন তিনি। এখন তাঁর অনুরাগী কম নয়। আবার সোশ্যাল মিডিয়ায় বিতর্কও শেষ নেই। তবে, কোনকিছুতেই পরোয়া করেন না তিনি। নিজের মতোই এগিয়ে চলেছেন।