/indian-express-bangla/media/media_files/2025/09/30/cats-2025-09-30-14-39-13.jpg)
দেবাশিষ যখন টনি
/indian-express-bangla/media/media_files/2025/09/30/kjhkj-2025-09-30-14-40-41.jpeg)
প্রকাশ্যে টনির লুক
আগামী নভেম্বরে মুক্তি পাবে 'রাপ্পা রায় অ্যান্ড ফুটস্টপ ডট কম'। তার আগে প্রকাশ্যে টনি ঘোষাল ওরফে টনির লুক। এই চরিত্রে অভিনয় করেছেন 'পারিয়া' খ্যাত অভিনেতা দেবাশিষ রায়। নিজের লুক প্রকাশের পর ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেবাশিষ বলেন, 'রাপ্পা রায় ফুটস্টপ ডট কম' অত্যন্ত জনপ্রিয় একটি কমিক্স। এই বইটি প্রকাশের পরই রাপ্পার একটি আলাদা জনপ্রিয়তা তৈরি হয়। টনি হচ্ছে রাপ্পার ক্রাইম পার্টনার। ফেলুদার তোপসে ও ব্যোমকেশের যেমন অজিত তেমনই রাপ্পার ছায়াসঙ্গী টনি। রাপ্পা রায় একজন স্বনামধন্য ক্রাইম জার্নালিস্ট। ওঁর মতোই গুরুত্বপূর্ণ ও এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ্য চরিত্র টনি ঘোষাল।'
/indian-express-bangla/media/media_files/2025/09/30/sdfsdf-2025-09-30-14-40-41.jpeg)
চরিত্র প্রসঙ্গে
দেবাশিষের সংযোজন, 'তাঁর স্বপ্ন পরিচালক হওয়া। সে প্রচণ্ড আত্মবিশ্বাসী। ওঁর ধারনা এই মুহূর্তে ভারতীয় সিনেমার জন্য একমাত্র তাঁকেই দরকার। কারণ সে মনে করে তাঁর হাতে ধরে ভারতীয় ছবিতে নবজাগরণ ঘটবে। সেটা করতে গিয়েই ফেঁসে যায়। এই চরিত্রের শুরুতে কমেডি আছে কিন্তু, পরবর্তীতে সে খুব সিরিয়াস হয়ে যায়।'
/indian-express-bangla/media/media_files/2025/09/30/fbdfgd-2025-09-30-14-40-41.jpeg)
সিনেমার চরিত্র
এই ছবিতে অভিনয় করেছেন ইন্ডাস্ট্রির এক ঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন, রজতাভ দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, সৌরভ দাস, অলিভিয়া সরকার ও অর্পণ রায়। এছাড়াও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ, সূজন নীল মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দেবাশিষ বলেন, 'প্রত্যেকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আপ্লুত। এই চরিত্রের জন্য আমাকে প্রস্তাব দিয়েছিলেন ফিরদৌস উল হাসান।'
/indian-express-bangla/media/media_files/2025/09/30/sdfs-2025-09-30-14-41-56.jpeg)
সমস্যায় সিনেমা
ধীমান বর্মণের পরিচালনা ও প্রযোজনায় মুক্তি পাবে 'রাপ্পা রায় ফুটস্টপ ডট কম'। প্রথমে হাসানদার প্রযোজনা সংস্থা থেকেই ছবি মুক্তির কথা ছিল। কিন্তু, পরবর্তীতে বেশ কিছু সমস্যার জন্য এই ছবি থেকে তিনি সরে দাঁড়ান। ৪৮ দিন ধরে এই ছবির শুটিং হয়েছে। যেখানে বর্তমানে বাংলা ছবির শুটিং খুবই কম সময়ে শেষ হয়ে যায়।
/indian-express-bangla/media/media_files/2025/09/30/sdsfds-2025-09-30-14-41-56.jpeg)
দেবাশিষের বক্তব্য
তিনি বলেন, 'অনেকবার আমাকে পরিবর্তনের কথা বলা হয়েছিল। কিন্তু, হাসানদা সবসময় আমার পাশে ছিলেন। তাই আজ আমি এই ছবির 'টনি'। নভেম্বর মাসে মুক্তি পাবে ছবিটি। প্রি-টিজার মুক্তির পর বহু মানুষের ভালবাসা পেয়েছি। এখন ছবি মুক্তির অপেক্ষা। এই ছবি প্রসঙ্গে আরও একটা কথা বলতে চাই সেটা হল 'রাপ্পা রায় ফুটস্টপ ডট কম'-এর বাজেট একেবারে আকাশছোঁয়া।'