/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/vicky-kaushal-uri-759-1.jpg)
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক ১০০ কোটিতে পা রাখার সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে।
ভিকি কৌশল অভিনীত উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক ১০০ কোটিতে পা রাখার সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে। যদি এটা হয় তাহলে এই ছবি ২০১৯ এর প্রথম ছবি হবে যা একশো কোটির ক্লাবে পা রাখবে। এই মিলিটারি ড্রামার পরিচালনা করেছেন আদিত্য ধর। নয় দিনের শেষে উরির মোট আয় ৯১.৮৪ কোটি টাকা। ছবিতে ভিকি কৌশল ছাড়াও রয়েছেন ইয়ামি গৌতম, পরেশ রাওয়াল, মোহিত রায়না ও কীর্তি কুলহারি। ছবি ভাল ব্যবসা করছে জানিয়ে টুইট করেন তরণ আদর্শ।
#UriTheSurgicalStrike is the best trending film, as far as medium-budget films go... Even better than #TWMReturns, which is the highest grossing film in this category... Data follows... #Uri#HowsTheJosh
— taran adarsh (@taran_adarsh) January 20, 2019
আরও পড়ুন, যোদ্ধার লুকে সুনীল শেট্টিকে দেখেছেন?
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন টুইট করে জানিয়েছেন ছবির ব্যবসার পরিসংখ্যানও।
Days taken to reach ₹ ???? cr by medium-budget films...#UriTheSurgicalStrike: Day 10#TWMReturns: Day 11#Stree: Day 16#Raazi: Day 17#BadhaaiHo: Day 17#SKTKS: Day 25
Nett BOC. India biz.— taran adarsh (@taran_adarsh) January 20, 2019
ভিকি কৌশলের ‘উরি’, লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানি জঙ্গি ঘাঁটিগুলোতে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল অ্যাটাকের ঘটনা অবলম্বনে তৈরি। ২০১৬-র ১৮ সেপ্টেম্বর, ১৯ জন ভারতীয় সেনা মারা গিয়েছিলেন পাকিস্তানি জঙ্গিদের আক্রমনে। উরির হেডকোয়ার্টারে ১২ ইনফ্যান্ট্রি ব্রিগেডে জঙ্গি হামলা হয় ওদিন সকালে। আর সেবছরই ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর বিশেষ ফোর্স লাইন অফ কন্ট্রোলে জঙ্গি ঘাঁটিগুলোতে সার্জিকাল স্ট্রাইক করে।
ছবি নিয়ে এর আগে পরিচালক আদিত্য বলেছিলেন, ”সেই ১১ দিনে কী ঘটেছিল, এই গল্পটা তা নিয়েই। আমি গর্বিত যে রনি স্ক্রুওয়ালা আমার দৃষ্টিভঙ্গিকে সম্মান করে কাজটা করতে পাশে থেকেছেন। এটা সত্য ঘটনার ওপরে তৈরি একটি থ্রিলার”।
Read the full story in English