Advertisment

Rubel-Shweta Bhat Kapor: শ্বেতার দু'হাত ধরে কপাল স্পর্শ রুবেলের, ভাত কাপড়ের অনুষ্ঠানে নবদম্পতির মিষ্টি মুহূর্ত

Rubel-Shweta Bhat Kapor Ceremony: ২১ জানুয়ারি মঙ্গলবার রুবেল-শ্বেতার রিসেপশন। তার আগে ভাত কাপড়ের অনুষ্ঠানে একে অপরের কী কী দায়িত্ব নিলেন নবদম্পতি?

author-image
Kasturi Kundu
New Update
ভাত কাপড়ের অনুষ্ঠানে নবদম্পতির মিষ্টি মুহূর্ত

ভাত কাপড়ের অনুষ্ঠানে নবদম্পতির মিষ্টি মুহূর্ত

Rubel-Shweta: ১৯ জানুয়ারি বৈদিক মতে রূপকথার বিয়ে সেরেছেন টেলিপাড়ার লাভবার্ডস রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। লাল বেনারসি, কপালে চন্দন, মাথায় শোলার মুকুটে সাবেক সাজে সুসজ্জিত শ্বেতা। দীর্ঘদিনের ভালবাসা পরিণতি পাওয়ার সেই শুভলগ্নে বিয়ের আসর জমানো গান 'চোখ তুলে দেখো না'-র তালে নাচতে নাচতে এন্ট্রি নিলেন রুবেল।

Advertisment

মন্ডপে যাওয়ার আগে খানিক কোমড় দুলিয়েছেন রুবেল ঘরণীও। সিঁদুরদানের পর আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন শ্বেতা। টেলিপাড়ার এই ফেমাস জুটির বিয়ের প্রতিটি মুহূর্ত তাঁদের কাছের বন্ধু রুদ্র সাহা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ২১ জানুয়ারি রুবেল-শ্বেতার বউভাতের দিন দুপুরে ভাত-কাপড়ের অনুষ্ঠানের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

Advertisment

উজ্জ্বল বর্ণের শাড়ির সঙ্গে সোনার গয়নায় সেজেছেন শ্বেতা। ঘোমটা মাথায় সিঁথিতে চওড়া সিঁদুর, শ্বেতার সৌন্দর্যে মুগ্ধ তাঁর ভক্তরা। পঞ্জাবি পরে নতুন বর রুবেলও কিন্তু, কোনও অংশে কম নন। ভাত-কাপড়ের থালা নিয়ে সারাজীবন সুখে থাকার অঙ্গীকার করেন নবদম্পতি।

এক অপরকে মিষ্টি মুখ করান রুবেল-শ্বেতা। রীতি মেনে যখন শ্বেতা রুবেলকে প্রনাম করতে যান তখনই মাটিতে বসে প্রিয়তমার দু'হাত ধরে কপালে ঠেকিয়ে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করেন পর্দার সৃজন। সোশ্যাল মিডিয়ায় রুবেল-শ্বেতার একটি ভিডিও বেশ ভাইরাল। 

তাঁরা একে অপরের সঙ্গে কী প্রতিজ্ঞা করলেন সেটাই রয়েছে এই ভিডিওতে। ভাত-কাপড়ের থালা হাতে রুবেল বলছেন, 'শাঁখা সিঁদুর আলতা কসমেটিক্স, গয়না শাড়ি এই সব দায়িত্ব নিলাম।' আর রুবেলের ভাল থাকার দায়িত্ব নিলেন শ্বেতা।

যুগলের এই মিষ্টি মুহূর্ত এই জুটির প্রতি ভক্তের মন ছুঁয়েছে। রুবেল-শ্বেতার বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে একটা উত্তেজনা ছিল। ১৯ জানুয়ারি মিস টু মিসেস হতেই ভালবাসা-শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি। ২১ জানুয়ারি মঙ্গলবার রিসেপশনে তাঁদের সাজ দেখার অপেক্ষায় ভক্তরা। 

Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali Rituals Bengali serial TRP shweta bhattacharya Rubel das rubel sweta wedding, rubel sweta marriage
Advertisment