গলায় ঝুলিয়েছেন দুটো কুমির! উর্বশীর সাজের বহর দেখে রীতিমতো ভয় লাগবে

অভিনেত্রীর সাজ দেখে চমকিয়েছেন বহু মানুষ!

অভিনেত্রীর সাজ দেখে চমকিয়েছেন বহু মানুষ!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
urvashi rautela, urvashi rautela model pics, urvashi rautela cannes, উর্বশী রাউটেলা, উর্বশী রাউটেলার কানেস লুক, urvashi rautela new look

উর্বশীর সাজ

Cannes Film festival উপলক্ষে বলিউড সুপারস্টাররা অনেকেই পৌঁছেছেন। বিশেষ করে, এই ফিল্ম ফেস্টিভালের জন্যই অপেক্ষা করে থাকেন তারা। রেড কার্পেট লুক হোক অথবা বিচারক মন্ডলীর আসন... নিজেদের লুক নিয়ে প্ল্যানিং থাকে সকলেরই। এবারও ব্যতিক্রম নয়।

Advertisment

উর্বশী রাউতেলা এবারও হাজির হয়েছেন, কানেস ফিল্ম ফেস্টিভালে। পরনে গোলাপী রঙের ফার গাউন, অভিনেত্রীর লুক দেখে ঠিক যতটা মুগ্ধ হয়েছেন নেটিজেনরা, ঠিক ততটাই অবাক হয়েছেন তাঁর গয়না দেখে। কিন্তু কেন? কী এমন করেছেন তিনি?

আরও পড়ুন < সোনাদা-ফেলুদা অতীত, দুহাতে দুই পিস্তল! আবীর এবার ‘গোয়েন্দা’ দীপকের ভূমিকায় >

Advertisment

উর্বশী তার ফ্যাশনের কারণে, সবসময় চর্চায় থাকেন। এমনিও তাঁর সৌন্দর্য্যের রহস্য জানতে চান অনেকেই। তবে, এবার যে গয়না তিনি পড়েছেন তাতে আশ্চর্য হয়েছেন বেশিরভাগ। গলায় নেকলেস পড়ার নামে আস্ত দুটো কুমির ঝুলিয়েছেন তিনি! একি কাণ্ড! আসলেই একাজ করেছেন তিনি। আসল দুটো কুমির না হলেও, দুটো আর্টিফিসিয়াল কুমির গলায় কানে ঝুলিয়েছেন তিনি। আর এই দেখেই চোখ কপালে নেটিজেনদের।

গলায় কুমির ঝুলিয়েছেন? কেউ হাসছেন কেউ অবাক নজরে তাকিয়ে আছেন। বলছেন, গলায় কুমিরের মালা কেন পড়েছেন? আবার কেউ বলছেন, এও দেখতে হল। আবার কেউ বলছেন দীপিকা পাডুকোন এর লুক চুরি করেছেন। ফ্যাশন মানে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা। আর সেই কারণেই নানান ধরনের কিছু ফ্যাশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে, উর্বশী লুকটি ক্যারিও করেছেন ভালভাবে, তাকে লাগছেও বেশ ভাল।

bollywood Entertainment News urvashi rautela