scorecardresearch

প্রেমের কী মায়া! ঋষভ পন্থের হাসপাতালের সামনে ঘুরঘুর করছেন উর্বশী, দেখুন

পন্থকে নিয়ে কী বলছেন উর্বশী?

urvashi rautela shared hospital image where rishabh admitted
উর্বশী-ঋষভ

এখন অনেকটাই ভাল আছেন ঋষভ পান্থ। তাঁকে গতকাল নিয়ে আশা হয়েছে মুম্বইয়ে। তারপর থেকেই হাসপাতালের সামনে ঘুরঘুর করছেন বলি অভিনেত্রী! তাঁকে নিয়েই চর্চা তুঙ্গে।

রুরকিতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন ঋষভ। তারপর থেকেই চিকিৎসাধীন খেলোয়াড়। কিন্তু তাঁকে মুম্বই নিয়ে আসতেই হাসপাতালের সামনে গিয়েছিলেন উর্বশী রাউটেলা! আদৌ গিয়েছিলেন কিনা সেই নিয়ে সন্দেহ থাকলেও হাসপাতালের ছবি শেয়ার করেছেন উর্বশী। না সঙ্গে একেবারেই কিছু লেখেন নি। কিন্তু জানান দিয়েছেন যে ঋষভকে নিয়ে চিন্তায় মগ্ন অভিনেত্রী। সাদা কালোয় এই ছবি পোস্ট করতেই বাঁকা চোখে দেখেছেন অনেকেই।

Rishabh Pant, Rishabh Pant accident, Rishabh Pant car accident, Riahabh pant news, ঋষভ পন্থ, urvashi rautela, urvashi rautela actress, urvashi rautela rishabh pant, urvashi rautela praying

ঋষভকে নিয়ে চর্চায় থাকতে ভালবাসেন উর্বশী! এহেন মন্তব্যও করেছেন অনেকেই। কিন্তু যদিও তাতে কিছু যায় আসে না উর্বশীর। এক্ষেত্রে, যদিও পিছিয়ে নেই তাঁর মাও। ঋষভের উদ্দেশ্যে আরোগ্য কামনা করলেন মীরা রাউটেলা। কী বললেন তিনি?

আরও পড়ুন [ রচনা-বুম্বার কাণ্ড দেখে মারাত্মক রেগে গেলেন দেব! তারপর… ]

অভিনেত্রীর মা তাঁর পোস্টের মাধ্যমেই জবাব দিলেন, ঋষভ গোটা উত্তরাখণ্ডের গর্ব। বললেন, “সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবর একদিকে, আর তোমার স্বাস্থ্য এবং সুরক্ষা আরেকদিকে। আন্তর্জাতিক স্তরে উত্তরাখণ্ডের নাম উজ্জ্বল করেছ তুমি। আপনারা সবাই প্রার্থনা করুন”।

Rishabh Pant, Rishabh Pant accident, Rishabh Pant car accident, Riahabh pant news, ঋষভ পন্থ, urvashi rautela, urvashi rautela actress, urvashi rautela rishabh pant, urvashi rautela praying

দুজনের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। প্রথম দিন এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছিলেন উর্বশী নিজেই। তার একটি মন্তব্যের জেরেই ঋষভকে নিয়ে হাসি-ঠাট্টা করেছিলেন অনেকে। তবে, ক্রিকেটারের তরফে এহেন কিছুই শোনা যায় নি। বরাবরই তিনি সম্পূর্ন বিষয়টি ইগনোর করে এসেছেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Urvashi rautela shared hospital image where rishabh admitted