/indian-express-bangla/media/media_files/2025/04/20/eu475mGbawPQonY1wLob.jpg)
নায়িকার মন্তব্যের পরই তাঁকে যা নয় তাই বললেন রেশমি Photograph: (Instagram)
Urvashi Rautela Temple-Bollywood actor: উর্বশী রউতেলা মুখ খুললেই যেন বিতর্ক। তিনি যখন বলতে শুরু করেন, তখন তিনি থামতে জানেন না। আর যখনই বলেন, তখনই নিজেকে নিয়ে এমন কিছু তথ্য দেন, যাতে ফের বিতর্কের জন্ম নেয়। এবারও নিজের মন্দির প্রসঙ্গে যা বলেছিলেন, এরপরই তাঁকে নিয়ে আলোচনা। অভিনেত্রী, খুব একটা বেশিদিন হয়নি এই ইন্ডাস্ট্রিতে এসেছেন। বিউটি প্যাজেন্ট থেকেই তিনি পরিচিতি পান। আর সম্প্রতি, বলেছেন...
বদ্রিনাথের কাছে নাকি তাঁকে স্মরণে রেখে একটি মন্দির আছে। যার নাম উর্বশী মন্দির। এবং সেখানে নাকি বাচ্চারা খেলাধুলা করেন। এই মন্তব্যের নিরিখেই পরবর্তীতে তাঁকে নিয়ে আলোচনা। একজন জ্যান্ত মানুষকে নিয়ে, কী করে মন্দির হয়? উর্বশী সনাতনের অবজ্ঞা করছেন বলেই বেশিরভাগ অভিযোগ করেন। এবং এরপরই তাঁকে নিয়ে মন্তব্য করেন আরেক তারকা রেশমি দেশাই। ভারতের বুকে ধর্ম এবং নানামত নিয়ে আলোচনা হয়েই থাকে, তাই বলে উর্বশী এহেন কিছু বলে বসলেন...
কী বলছেন রেশমি?
এই অভিনেত্রী নিজের কাজের সঙ্গে সঙ্গে বিগ বস থেকেই আরও বেশি জনপ্রিয়তা পেয়েছেন। এবং নানা বিষয়ে তিনি মন্তব্য রাখেন। উর্বশীর মন্দির প্রসঙ্গে রেশমি বলছেন, "আমার ভাবলেও অবাক লাগে যে মানুষ এসব ভুলভাল পাগলাটে কথাবার্তা শুনেও চুপ থাকেন, কোনও পদক্ষেপ নেন না। ভারতে হিন্দুত্ববাদ হাসি খোরাকের মাত্রায় পৌঁছে গিয়েছে। কিছু কিছু বিষয়ে মানুষের সাবধানতা রাখা উচিত। ভারতকে রিপ্রেজেন্ট করছ এবং সঙ্গে সঙ্গে ননসেন্স কথা বলছ, এগুলো কি? সাংঘাতিক হতাশার এটা। ধর্মের নামে ছেলেখেলা করো না।"
এদিকে, নিজেকে নিয়ে এত সমালোচনা হচ্ছে দেখে অবশেষে মুখ খুলেছেন উর্বশী, তিনি যা বলতে চেয়েছেন মানুষ তাঁর কথার ভুলভাল মন্তব্য ধরেছেন? এমনটাই দাবি করেছেন তিনি। উর্বশী জানিয়েছেন, মানুষ আজকাল ঠিকভাবে কথা শুনতে ভুলে গেছেন। তিনি বলছেন, আমি বলেছি উর্বশীর মন্দির আছে। উর্বশী রাউতেলার মন্দির আছে একবারও বলি নি। শুধু আমার নাম শুনে নিয়েছে, ব্যাস! নিজের মতো করে বসিয়ে দিয়েছে। এখানেই থামলেন না তিনি। বরং, এও বললেন, "আমায় নিয়ে ভুলভাল অভিযোগ করার আগে, সমস্ত তথ্য ভাল করে জেনে নেওয়া দরকার। আগে যাচাই করে নিন। এই সমাজে সকলকে সকলের সম্মান জানানো উচিত। সকলের অধিকার যেন সুরক্ষিত থাকে, সেটাই দেখুন।"