/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/srk1-1.jpg)
মার্কিন দূতের সঙ্গে শাহরুখ
শাহরুখের সঙ্গে মুলাকাত মানেই সকলের কাছে এক বিরাট ব্যাপার। সে সাধারণ মানুষ হোক অথবা কোনও সেলিব্রিটি, বিদেশ থেকে দেশ - কিং খানের সঙ্গে দেখা করার ইচ্ছে সকলের মধ্যেই প্রবল। এবার সেই তালিকায় জুড়লেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সটি।
সদ্য নিজের দায়িত্বে নিযুক্ত হয়েছেন তিনি। তারপরই মুম্বাইয়ে এসে শাহরুখের বাড়িতে হাজিরা দিয়েছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজেই। লিখেছেন, "আমার কি তবে বলিউড ডেবিউ করার সময় হল? শাহরুখের সঙ্গে দেখা হল, মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি প্রসঙ্গে অনেককিছু জানলাম। হলিউড এবং বলিউড নিয়ে অনেক আলোচনা হল। আমাদের সংস্কৃতির আদান প্রদান হল।"
আরও পড়ুন < বাড়িতেই চোর! সলমনের বোনের বাড়ি থেকে উধাও লাখ লাখ টাকার গয়না >
Is it time for my Bollywood debut? 😉 Had a wonderful chat with superstar @iamsrk at his residence Mannat, learning more about the film industry in Mumbai and discussing the huge cultural impact of Hollywood and Bollywood across the globe. #AmbExploresIndiapic.twitter.com/SLRQyhhn8C
— U.S. Ambassador Eric Garcetti (@USAmbIndia) May 16, 2023
শাহরুখের বাড়িতে আড্ডা এবং নানা প্রসঙ্গে জেনে বেজায় উচ্ছ্বসিত তিনি। কিন্তু, এখানেও রয়েছে বেশ কিছু সমস্যা। যেমন? মার্কিন রাষ্ট্রদূতের শাহরুখের বাড়িতে যাওয়া একেবারেই মেনে নিতে পারছেন না অনেকে। একজন সিনে আর্টিস্টকে এতটা গুরুত্ব দেওয়া ঠিক হয়নি তাঁর। কেউ কেউ বলে বসলেন, শাহরুখের বাড়িতে তো গেলেন তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন? আবার কেউ বললেন, রাজনৈতিক ব্যক্তিত্ব এসব থেকে দূরে থাকলেই ভাল।
কিন্তু, শাহরুখ ভক্তদের মধ্যে আলাদাই উন্মাদনা। কেউ বলছেন, আপনি এমন মানুষ আর দুটি পাবেন না। আবার কারওর কথায়, শাহরুখের সঙ্গে দেখা করে যে আনন্দ পেয়েছেন এটাই অনেক। আবার কেউ কেউ তাঁকে ভারতে আসার সাধুবাদ জানালেন। কিন্তু, বিতর্ক থামার নয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us