রাজনৈতিক ব্যক্তিত্বের ষড়যন্ত্রে প্রায় নিষিদ্ধ হতে বসেছিল উষা উত্থুপের (Usha Uthup) কেরিয়ার! অতীতের সেই ঘটনা আজও ভুলতে পারেননি গায়িকা। বললেন, "আমার মতো সাধারণ ঘরের মেয়েকেও কিনা চক্রান্তের শিকার হতে হয়েছিল। হে ইশ্বর কেন?"
সম্প্রতি মুক্তি পেয়েছে উষা উত্থুপের জীবনকাহিনী অবলম্বনে 'ক্যুইন অফ ইন্ডিয়ান পপ' (Queen Of Indian Pop) বইটি। কেমন ছিল তাঁর গানের কেরিয়ারের গোড়ার দিনগুলো? কীভাবেই বা বলিউডের ডিস্কো সুপারহিট গায়িকা হয়ে উঠলেন? অতীতের যাবতীয় বৃত্তান্ত দলিলের মতো ধরা রয়েছে সেই বইতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বই নিয়েই মুখ খুলেছিলেন উষা। তখনই কথাপ্রসঙ্গে জানান যে, নেতার চক্রান্তে তাঁর গানের কেরিয়ারে প্রায় দাড়ি বসতে চলেছিল।
উষা জানালেন, গানের শিক্ষক ভেবেছিলেন আমি মোটেই গায়িকা হতে পারব না। সঙ্গীতে অতটা দখল-ই নেই আমার। যার জন্য বিশেষ ক্লাসগুলো থেকেও আমাকে বঞ্চিত করা হত। অবিশ্বাস্য কাণ্ড! কিন্তু বছরখানেক বাদে এক অনুষ্ঠানে আমি যখন গাইছিলাম, তখন আমার শিক্ষক বসেছিলেন দর্শকাসনে। মঞ্চ থেকে নেমে যখন মুখোমুখি হয়েছিলাম, দুজনের চোখেই তখন আনন্দাশ্রু। কখনও অনুশোচনায় ভুগিনি। কিংবা গানের ক্লাসে না ঢুকতে পারার তাপ-উত্তাপ আমাকে টেনে নিচে নামিয়ে দেয়নি। বরং আরও ভালর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে।
<আরও পড়ুন: প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ী ‘ঝিলিক’, শ্রীতমা এবার কামারহাটির কাউন্সিলর>
পাশাপাশি উষা এও বললেন যে, "আমি ভাল না খারাপ গায়িকা, সেটা বলতে পারব না। তবে এটুকু বলতে পারি যে আমি একশো শতাংশ অরিজিন্যাল গায়িকা।" বিতর্ক থেকে সবসময়ে দূরেই থেকেছেন তিনি। তবুও চক্রান্ত থেকে বাদ পড়েননি। খানিক রসিকতা করেই বলছিলেন, "ভেবেই কী অদ্ভূত লাগত যে, আমার মতো সাধারণ একজন মেয়ে, যে কিনা একেবারে মাটির মানুষ, ঘরোয়া প্রকৃতির, নাইটক্লাব সিঙ্গারের ভাবমূর্তির সঙ্গে একেবারে কোনওরকম মিলই ছিল না, সেই আমাকেও কিনা নিষিদ্ধ করার জন্য রাজনৈতিক ময়দানের লোক উঠে-পড়ে লেগেছিল। হা ইশ্বর! কেন?"
২০২০ সালেই পেশাদার গায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে ৫০ বছর পূর্ণ করেছেন উষা উত্থুপ। তাঁর কণ্ঠে হরি ওম হরি, রাম্বা হো, জিতে হ্যায় শান সে-র মতো অজস্র হিট গান শ্রোতারা দশকের পর দশক ধরে উপভোগ করে গিয়েছেন। ভারতের একাধিক আঞ্চলিক ভাষার পাশাপাশি বিদেশি ভাষাতেও গান গেয়েছেন উষা। বাংলা, হিন্দি, ইংরেজির পাশাপাশি জার্মান, ইটডালিয়ান, সিংহলি- কোন ভাষার গান নেই সেই তালিকায়?
মুম্বইতে উষা উত্থুপের বেড়ে ওঠা। ভারতের পপ আইকন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ের মতো নানা অজানা কাহিনি রয়েছে 'ক্যুইন অফ ইন্ডিয়ান পপ' বইটিতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন