Advertisment

Ushasi Chakraborty: 'থ্রেট কালচার'- 'সিন্ডিকেট'! ঊষসীর রিলসে আরজি কর কাণ্ডের ছায়া? 'শাকচুন্নি' বলে উঠলেন...

Ushasi Chakraborty Reels: জুন আন্টি যখন শাকচুন্নি! সোশ্যাল মিডিয়ায় একটি লেটেস্ট রিল শেয়ার করেছেন অভিনেত্রী। রিলসটি মজার হলেও, সমাজের কঠিন বাস্তবকে যে তুলে ধরেছেন সে কথা বলাইবাহুল্য।

author-image
Kasturi Kundu
New Update
ঊষসীর রিলসে আরজি কর কাণ্ডের ছায়া?

ঊষসীর রিলসে আরজি কর কাণ্ডের ছায়া?

Ushasi As Shakchunni: কালো শাড়ি, খোলা চুল, হাতে শাঁখা পরে গাছের ডালে পা দোলাচ্ছেন টলিপাড়ার গ্ল্যামারাস অভিনেত্রী! সধবা অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করায় তাঁর প্রচণ্ড দুঃখ। তাই প্রতি অমাবস্যায় ওই গাছের নীচ দিয়ে সধবা গেলেই তাঁর রূপ ধরে ওই মহিলার স্বামীর সঙ্গে 'ইলিক ঝিলিক' করে!! সুন্দরী রমণীর বেশ ধরে এদিক ওদিক নজর রাখাই তাঁর কাজ। কারণ তিনি শাকচুন্নি।

Advertisment

মজার বিষয়টা হল এই শাকচুন্নি কিন্তু, ইংরাজিতেও কথা বলছে যেমন, 'অফকোর্স আমি শাকচুন্নি', 'ওয়ার্কিং নাইট'-এর মতো শব্দবন্ধ। শুধু তাই নয়, সমাজের প্রতিদিনের হাড়হিম করা বাস্তব সম্পর্কেও অবগত। যেমন ধরুন 'থ্রেট কালচার', 'সিন্ডিকেট'। কে এই শাকচুন্নি শুনলে চমকে যাবেন। তিনি নান আদার দ্যান সকলের প্রিয় জুন আন্টি ওরফে ঊষসী চক্রবর্তী। 

Advertisment

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ঊষসী। আরজি কর কাণ্ডে প্রতিবাদের সুর চড়িয়েছিলেন। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে পা মিলিয়েছিলেন। আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয়ের রায় ঘোষণার দিনও নিজস্ব স্টাইলে এই সোশ্যাল মিডিয়াতেই হতাশা প্রকাশ করেছিলেন। এবার শাকচুন্নির বেশ ধরে সমাজের রূঢ় বাস্তবকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ঊষসী চক্রবর্তী।

অভিনেত্রীর  রিলসে আরজি কর কাণ্ডের ছায়া? সঞ্জয়ের রায়দানের কয়েকদিন পরই শাকচুন্নির বেশ ধরে ফের প্রতিবাদী ঊষসী? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁকে প্রশ্ন করলে বলেন, 'এটা নিছক মজার একটি রিল। নির্ভেজাল কমেডি। তবে সমাজ যে ঘটনাগুলো ঘটে থাকে তার একটা প্রতিচ্ছবি তো রিলসে থাকেই। আমি শাকচুন্নি নিয়ে একটা সিরিজ করব। পার্ট ২-ও খুব শীঘ্রই আসবে।'

ঊষসীর লেটেস্ট রিলসে যেমন রয়েছে হাসির রসদ তেমনই সামাজিক দৃশ্যপটও। একটু ভাল করলে বোঝা যাবে, একটি জায়গায় কিন্তু ঊষসী একটি বেসরকারি হাসপাতালের বিজ্ঞাপনের ট্যাগলাইটি ব্যবহার করেছেন। 'কাজের শেষ সন্ধ্যাবেলা আপনি যখন বাড়ি ফিরে রেস্ট নেন তখন আমার ওয়ার্কিং নাইট শুরু হয়। কাজেই তোমার ছুটি আমার নয়।' 

শাকচুন্নিদেরও নাকি কার্ড থাকে। পায়ের পাতার ছায়া তিন ইঞ্চি হলে বা প্রতি অমাবস্যায় একজনকে ভয় দেখাতে না পারলে কার্ড বাতিল হয়ে যায়। বর্তমান সমাজব্যবস্থারই অন্ধকার দিকের ইঙ্গিত দিলেন ঊষসী? হাতে প্ল্যাকার্ড নিয়ে ঠিক আরজি কর কাণ্ডের প্রতিবাদের সেই দিনগুলোর মতোই শাকচুন্নি ঊষসী গলায় একই সুর, 'প্রেতলোকেও সিন্ডিকেট-থ্রেট কালচার সব হয়।' শেষে দু-কলি গানও গেয়ে পরবর্তী ভাগ বা পার্ট ২-এর ইঙ্গিত দিয়ে বিদায় নিলেন শাকচুন্নি ঊষসী। 

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Film Bengali News Bengali serial TRP Bengali Film Industry RG Kar Medical College RG Kar Case RG Kar Doctor Murder Case Verdict Ushasi Chakraborty
Advertisment