প্রায় ২১-২২ দিন শুটিংয়ের পর যেন অবশেষে পরীক্ষার রেজাল্ট বেরোনোর মতো। ৬ জুলাই থেকে শুরু হচ্ছে ধারাবাহিক ‘কাদম্বিনী’। নাম ভূমিকায় অভিনয় করছেন ঊষসী রায়। তাঁর অভিনীত প্রথম দুই ধারাবাহিকে এক্কেবারে ভিন্নভাবে ধরা দিয়েছিলেন তিনি। এবারে তাঁকে পর্দায় দেখা যাবে বাংলার প্রথম মহিলা চিকিৎসকের ভূমিকায়। এদিন ধারাবাহিক নিয়ে কথা বললেন পর্দার ‘কাদম্বিনী’।
দুটি জনপ্রিয় চ্যানেলে একই বিষয় নিয়ে ধারবাহিক শুরু হচ্ছে, প্রতিযোগিতা বা তুলনামূলক আলোচনা তো আসবেই।
এই প্রশ্নের উত্তর দিচ্ছি না (হাসি)। তবে বলতে পারেন, আমার নিজের সঙ্গে একটা প্রতিযোগিতা চলে। যাতে আমার কোনও ধারাবাহিক দেখার সময় দর্শক চ্যানেল পরিবর্তন না করেন, সেই চেষ্টাটা করি। (বার বার ঊষষী মনে করিয়ে দিলেন, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর নয়, তিনি নিজের কথা বললেন)
কাদম্বিনী কেন বাছলেন? বলার অপেক্ষা রাখে না চরিত্র নিশ্চয়ই…
একদমই। এর পেছনে একটা গল্পও আছে। আমার দিদা মা-কে বলে গিয়েছিলেন, নাতনি যেন ডাক্তার হয়। অফ-স্ক্রিন তো হতে পারলাম না, তাই অন-স্ক্রিন। আর যে সে নয়, বাংলার প্রথম মহিলা প্র্যাকটিসিং ডাক্তার। যখন অফারটা আসে, আমার চোখে জল এসে গিয়েছিল। প্রথম ফোনটা মাকে করে বলেছিলাম, দেখ আমাকে কাদম্বিনী গাঙ্গুলির চরিত্র করতে বলা হচ্ছে।
আরও পড়ুন, প্রথমে ‘কৃষ্ণকলি’, দ্বিতীয় ‘রাসমণি’, এ সপ্তাহেও নেই রদবদল
কাদম্বিনী’র চরিত্রের জন্য নিজেকে কীভাবে তৈরি করলেন?
আমার কাছে শুটিংয়ের পরিবেশটা খুব জরুরি। বেলগাছিয়া রাজবাড়িতে শুটিং, মানানসই পোশাক, মেকআপ, সবটা আমাকে চরিত্রের মধ্যে ঢুকতে সাহায্য করে। এটা আমার সবথেকে বড় প্রস্তুতি। তাছাড়া আমার শিক্ষক দামিনী বসু, উনি ভীষণ সাহায্য করেছেন। ওঁর সাহায্য ছাড়া কিছুই করতে পারতাম না। বলা চলে, প্রায় ধাক্কা মেরে মেরে এটা কর ওটা কর বলে শিখিয়েছেন।
‘কাদম্বিনী গাঙ্গুলি’র সাজে কেমন লাগছে?
প্রচন্ড মজা লাগছে। এতদিন যে ধারাবাহিকগুলো করেছি, সবটাই এখনকার সময়ের। আর আমার বাড়িতে এমন একটা দিন যায় না যেদিন ‘রাণী রাসমনি’ বা ‘নেতাজি’ দেখা হয় না। আমার খালি মনে হতো, ইশশ! আমি কবে পিরিয়ড ড্রামা করার সুযোগ পাব?
শুটিংয়ে এখন নিয়ম মেনে চলতে হয়, কাজ বেড়ে গেল কি?
(পরিচিত হাসি) প্রথম প্রথম মনে করে হাত ধোয়া, স্যানিটাইজ করা ইত্যদি করতে হচ্ছিল। এখন ২১-২২ দিন শুটিং করার পর এটাই রুটিন হয়ে গিয়েছে। অভ্যেস হয়ে গিয়েছে।
কাদম্বিনী শুরু হচ্ছে। দর্শকদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন?
লকডাউনের আগে দু-তিনদিন শুটিং করেছি। শুটিং বন্ধ হওয়ার কয়েকদিনের মধ্যেই প্রোমো চলে এসেছে। বুঝতেই পারছেন। এই তিনমাস লকডাউনে আমি কেমন আছি, কী করছি জানার চেয়ে বেশি মানুষ প্রশ্ন করেছেন, কাদম্বিনী কবে শুরু হবে।
আজ, ৬ জুলাই থেকে রাত সাড়ে আটটায় জি বাংলায় সম্প্রচারিত হবে ‘কাদম্বিনী’
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Entertainment News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
দেশনায়ককে শ্রদ্ধার্ঘ্য কেন্দ্রের, হাওড়া-কালকা মেল এখন থেকে 'নেতাজি এক্সপ্রেস'
বিরাটকে সরিয়ে রাহানেকেই টেস্ট নেতা করা হোক, বিতর্ক উসকে বললেন সুপারস্টার
দীর্ঘদিন 'নিরুদ্দেশ' থাকার পর ফের প্রকাশ্যে চিনা ধনকুবের জ্যাক মা
"দালালি বন্ধ করুন!", কাঁথি থানায় ঢুকে আইসিকে ধমক তৃণমূল নেতার
'গো-মাংস' ইস্যুতে দেবলীনার বিরুদ্ধে বিজেপির FIR, স্বামী তথাগতর হুঁশিয়ারি 'কোর্টে দেখা হবে'
'রাস্তায় নেমে ভাম-রাজনীতি করলে, চাটনি করে দেব', শ্রীলেখাকে হুমকি! পালটা দিলেন অভিনেত্রী
মুখ্যমন্ত্রীকে 'অপমান'! সায়নী ঘোষের পুরনো ভিডিও পোস্ট করে মমতাকে 'খোঁচা' তথাগতর
'দলের লোকেরাই ভোটে হারানোর চেষ্টা করছে', বিস্ফোরক তৃণমূল বিধায়ক
স্মিথ, মালিঙ্গাকে ছেড়ে দিল রাজস্থান, মুম্বই! কেকেআর দলেও চমক