Ustad Zakir Hussain Marriage: মায়ের অমতে বিয়ে করেন ভিনধর্মী বিদেশিনীকে, বিরাট মাশুল গুনতে হয়েছিল জাকির হুসেনকে...

Ustad Zakir Hussain Marriage: ১৯৭০ সালে প্রথম কত্থক নৃত্যশিল্পী এন্টনিয়ার সঙ্গে তাঁর মার্কিন মুলুকে দেখা হয়। তাঁরা তখন প্রশিক্ষণের জন্য নিজ নিজ একাডেমিতে ভর্তি হয়েছেন। মিনোলা, যদিও বা প্রাথমিকভাবে রাজি ছিলেন না।

Ustad Zakir Hussain Marriage: ১৯৭০ সালে প্রথম কত্থক নৃত্যশিল্পী এন্টনিয়ার সঙ্গে তাঁর মার্কিন মুলুকে দেখা হয়। তাঁরা তখন প্রশিক্ষণের জন্য নিজ নিজ একাডেমিতে ভর্তি হয়েছেন। মিনোলা, যদিও বা প্রাথমিকভাবে রাজি ছিলেন না।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
zakir hussain wife tabla maestro

স্ত্রীর সঙ্গে জাকির হুসেন, প্রেম করে বিয়ে করেছিলেন শিল্পী...

জাকির হোসেন ঠিক যেমন ভাল শিল্পী ছিলেন, ঠিক তেমনই তিনি অসাধারণ পারিবারিক মানুষও ছিলেন। কেন? প্রেমিক জাকির হুসেনকে অনেকেই চেনেন না। তাঁর সম্পর্কের গল্প জানা আছে? শিল্পী একবার সেই প্রসঙ্গেই জানিয়েছিলেন একটি সাক্ষাৎকারে।

Advertisment

সিমি গরেওয়ালের একটি শোয়ে এসে তাঁর প্রেম এবং বিয়ের নানা গল্প বলেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন, একরকম মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই তিনি কত্থক নৃত্যশিল্পী এন্টনিয়াকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের প্রেম কাহিনী ছিল অনিন্দ্য সুন্দর। অল্প বয়সী জাকির, প্রেমে পড়েছিলেন তাঁর। এরপর...

Advertisment

১৯৭০ সালে প্রথম কত্থক নৃত্যশিল্পী এন্টনিয়ার সঙ্গে তাঁর মার্কিন মুলুকে দেখা হয়। তাঁরা তখন প্রশিক্ষণের জন্য নিজ নিজ একাডেমিতে ভর্তি হয়েছেন। মিনোলা, যদিও বা প্রাথমিকভাবে রাজি ছিলেন না। কিন্তু হুসেন নিজেই তাঁকে বারবার এই নতুন শুরুতে ভাগ নেওয়ার জন্য বাধ্য করেছিলেন। কিন্তু, পরিবারের বিরুদ্ধে গিয়ে এটা করেছিলেন তিনি। শিল্পী জানিয়েছিলেন...

আরও পড়ুন   -   Ustad Zakir Hussain Death: বাবা সরস্বতীর ভক্ত ছিলেন, জাকির হুসেনের জন্মের পর তাঁর কানে কানে কী বলেছিলেন আল্লা রাখা?

"আমিই প্রথম আমার পরিবারে যিনি অন্য জাতি এবং ধর্মে বিয়ে করেছিলাম। এবং সেকারণেই আমার মা একদম এই বিষয়টা মেনে নিতে চাইনি। এবং বহুবছর আমার পরিবারের থেকে তিনি দূরত্ব বজায় রেখেছিলেন। আমার পরিবারের সঙ্গে উনি কথা বলতেন না। হ্যাঁ! আমার বাবা নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছিলেন।" ১৯৭৮ সালে বিয়ে করেন তাঁরা।  

উল্লেখ্য, গতকাল ৭৩ বছর বয়সে তিনি মারা যান। ভুগছিলেন উচ্চ রক্তচাপের সমস্যায়। অসুস্থ ছিলেন। সান ফ্রান্সিসকোতে একটি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। গতকাল রাত থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। তবে আর শেষরক্ষা হল না। পেয়েছিলেন পদ্মভূষণ সম্মান এবং পদ্মবিভূষণ সম্মান।

bollywood Zakir Hussain