Uttam-Madhavi: মহানায়ক উত্তম কুমার, আর বাস্তবের উত্তমের মধ্যে অনেকটাই পার্থক্য ছিল। মহানায়ক তিনি পর্দায়, আর তাঁর বাইরে কিন্তু সকলের বন্ধু ছিলেন। কারো কাছে ছিলেন ছোট ভাইয়ের মতো। নায়িকাদের মধ্যে কেউ কেউ তাকে উত্তম দা বলে ডাকতেন। মহানায়কের সঙ্গে তাদের বন্ধুত্ব ছিল দেখার মতো। মহানায়কের সঙ্গে ছবি করতে মুখিয়ে থাকতেন নায়িকারা। কিন্তু একবার মাধবী মুখোপাধ্যায় নাকি তার ছবি থেকে সরে গিয়েছিলেন একটা নির্দিষ্ট কারণে। কি সেই কারণ?
তরুণ কুমার তার নিজের অভিজ্ঞতায় লিখেছিলেন সেই প্রসঙ্গে। উত্তম কুমার এবং মাধবী মুখোপাধ্যায় অভিনীত শঙ্খবেলা সুপারহিট করেছিল। পরবর্তীকালে, বিলম্বিত লয় যখন তৈরি হচ্ছে, তখন পরিচালক সরোজ দে ভেবেছিলেন, সেই পুরনো জুটিকে নিয়েই আবার কাজ করবেন। উত্তম ছিলেন তার ছোট ভাইয়ের মতো। মহানায়ক নিজেও সরোজ দেকে ডাকতেন কালুদা বলে। তাঁর সঙ্গে মহানায়কের সম্পর্ক ছিল ভীষণ পারিবারিক। সরোজ দে একবার বলেছিলেন, উত্তমের মত উদার মনের মানুষ আমি টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে দুটো দেখিনি। সেই কারণেই বিলম্বিত লয় ছবির প্রস্তাব দিয়েছিলেন মহানায়ককে।
Iman Chakraborty: PMS এ ভুগছেন ইমন, 'আমি হয়রান হয়ে যাচ্ছি..', সমস্যা…
সেই ছবিতে উত্তমের বিপরীতে কাজ করার কথা ছিল, মাধবী মুখোপাধ্যায়-এর। এত হিট জুটি, টলিগঞ্জ এর এই পরিচালক চেনা পথেই হেঁটেছিলেন। তরুণ মজুমদার অভিজ্ঞতায় লিখেছিলেন, ভেবেছিলেন মাধবীদি হয়তো, এই ছবিটা করবেন। কিন্তু পরে দেখলেন সেই ছবিতে, সুপ্রিয়া দেবীর আগমন হল। হঠাৎ করে মাধবীর জায়গায় সুপ্রিয়া কেন? মনে মনে বেশ অবাক হয়েছিলেন তরুণ বাবু। সঙ্গে সঙ্গে তাদের কালুদার কাছে প্রশ্ন রেখেছিলেন, 'এটা কি করে হলো?' নায়িকা পরিবর্তনের কারণটা শুনলে সত্যিই চমকে যেতে হয়।
Entertainment News: স্ত্রীর অসহনীয় অত্যাচারে ক্লান্ত! প্রাক্তন শাশুড়িকে 'গোল্ড ডিগার' বলতেই নায়কের বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠলেন প্রযোজক
তখন পরিচালকের কথা ছিল শেষ কথা। তিনি যা বলতেন সেটাই হত। শ্যুটিং শুরুর আগে মাধবী নাকি একজনকে এনে বলেছিলেন -"সরোজদা, এ আমার হেয়ার ড্রেসার। ছবিতে আমার চুল বাঁধবে।" কালুদা বেঁকে বসেন তাঁর প্রস্তাবে। তিনি মুখের ওপর বলে দেন, আমাদের ইউনিটের নিজস্ব মেক-আপ ম্যান আছে। নতুন করে একেকজনের জন্য আলাদা আলাদা হেয়ার ড্রেসারের পারিশ্রমিক দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মাধবীরও এই প্রত্যাখ্যান পছন্দ হয়নি সেদিন। এরপরই তিনি সরে দাঁড়ান ছবি থেকে। এবং তিনি জেদের বশে পরিচালক সরোজ দে, মাধবীর জায়গায় নিয়ে আসেন সুপ্রিয়াদেবীকে।
তবে, তরুণবাবু এও জানান, সুপ্রিয়া দেবীর অভিনয় তাঁর ভাল লেগেছিল বেশ। সেকারণেই পরে আর আক্ষেপ হয়নি।