Uttam Kumar: নায়িকার ম্যানেজারের কাছ থেকে একটা ফোন, রাতারাতি মুম্বাই পাড়ি দিয়েছিলেন উত্তম?

Uttam Kumar unknown facts: বলিপাড়ায় বেশ অনেকগুলো ছবি করেছিলেন উত্তম। টলিউডের মতো বলিউডের তিনি সফল হতে পারেননি। বরং মুখ থুবড়ে পড়েছিলেন মহানায়ক।

Uttam Kumar unknown facts: বলিপাড়ায় বেশ অনেকগুলো ছবি করেছিলেন উত্তম। টলিউডের মতো বলিউডের তিনি সফল হতে পারেননি। বরং মুখ থুবড়ে পড়েছিলেন মহানায়ক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
uttam কুমার

কার কাছ থেকে ফোন এসেছিল মহানায়কের কাছে? Photograph: (সংগৃহীত / রূপকথা )

Uttam Kumar: তিনি উত্তম কুমার, তাঁকে নিয়ে স্বপ্ন দেখতেন অনেক নায়িকারাই। সে সময়, টলিউড ইন্ডাস্ট্রির নায়িকারা মহানায়ক বলতে পাগল ছিলেন। তার সঙ্গে কাজ তো দূর তাকে এক ঝলক দেখার জন্য পাগল হয়ে উঠতে বঙ্গ তরুণীরা। এরকম উদাহরণ কম নেই। বলা উচিত, প্রায় সব নায়িকাদের মনের মানুষ ছিলেন উত্তম। কারোর কাছে তিনি ছিলেন নায়ক, আবার কারোর কাছে ছিলেন দাদার মতো। তবে শুধু টলিউড নয়, বলিউড থেকেও ডাক এসেছিল মহানায়কের।

Advertisment

বলিপাড়ায় বেশ অনেকগুলো ছবি করেছিলেন উত্তম।  টলিউডের মতো বলিউডের তিনি সফল হতে পারেননি। বরং মুখ থুবড়ে পড়েছিলেন মহানায়ক। এবং বলিউডে কাজ করার স্বপ্ন তিনি ছেড়ে দিয়েছিলেন মাঝপথে। টলিপাড়ায় সুচিত্রা কিংবা সুপ্রিয়া যেমন তার ভক্ত ছিলেন, তেমনি বলিউডেও কিন্তু এক নায়িকাদের ভীষণ ভক্ত ছিলেন। এমনকি শোনা যায়, সেই নায়িকার ম্যানেজারের কাছ থেকে ফোন আসতে উত্তম রাতারাতি কলকাতা ছেড়ে চলে গিয়েছিলেন। কার জন্য এ কাজ করেছিলেন তিনি?

সেই নায়িকা তখন বলিউডে ডাকসাইডে সুন্দরী। শুধু তাই নয়, প্রথম সারির সব নায়করা, তাঁর সঙ্গে কাজ করতে উৎসাহী। কিন্তু সেই নারী বহুবার, সাক্ষাৎকারে উত্তমের কথা বলতেন। তিনি আর কেউ না বরং বলিউডের অন্যতম চরিত্র নায়িকা আশা পারেখ। শোনা যায় তার ম্যানেজারের কাছ থেকে ফোন আসছে নাকি উত্তম রাতারাতি বোম্বে চলে গিয়েছিলেন। ৬ এর দশকে গসিপ ম্যাগাজিনে এমনটাই খবর উঠেছিল। একটা ফোন, তারপর রাতারাতি মহানায়ক চলে গেলেন মহানগরীতে।

Bollywood Couple Wedding Day: বিয়েতে পকেটমারের উপদ্রব, ভিড়ের ঠ্যালায় অজ্ঞান হয়ে গেলেন নববিবাহিত তারকা দম্পতি, সেকি!

Advertisment

আশা পারেখের সঙ্গে মহানায়কের কাজ করার কথা ছিল একটি ছবিতে। সেই মতো মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় তাঁর ফটো শুট করেছিলেন। বেশ কিছু দৃশ্যের শুটিংও হয়েছিল। শুধু তাই নয়, অনেকেই মনে করেন এটাই নাকি উত্তমের প্রথম হিন্দি ছবি হতে পারত। কিন্তু ছবিটা হঠাৎই বন্ধ হয়ে যায়। প্রযোজকদের মধ্যে সমস্যার কারণেই নাকি ছবির শুটিং শেষ হয়নি। উত্তম আর অপেক্ষা করতে পারেননি। রাতারাতি তিনি কলকাতা ফিরে চলে আসেন। আশা নাকি বেশ কষ্ট পেয়েছিলেন এই ছবির জন্য, কারণ তার ইচ্ছে ছিল উত্তমের সঙ্গে কাজ করবেন।

যদিও শোনা যায় যে আশা এবং উত্তম যে ছবিটির শুটিং শুরু করেছিলেন, সেটি নাকি উত্তম-সুচিত্রা হিট জুটির ইন্দ্রানী ছবির হিন্দি রিমেক। যে কটি ছবি নজরে আসে সেটি দেখলেও কিন্তু তেমনটাই মনে হয়।  কিন্তু ভাগ্যের ফের, তাই বৈজয়ন্তীমালার সঙ্গে ছোটি সি মুলাকাত দিয়ে তিনি বলিউডে ডেবিউ করেন।

tollywood news tollywood Uttam Kumar