Rishi Kapoor-Neetu singh: মানুষ চলে যায় কিন্তু তার স্মৃতি সত্যিই পড়ে থাকে। কাছের মানুষরা প্রত্যেকটা মুহূর্তে সেই স্মৃতিগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকেন। পুরনো দিনের কথা মনে করে তাদের মন দুঃখ আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। শুধু তাই নয়, এমন কিছু সম্পর্ক থাকে যেগুলো মানুষের মৃত্যুর পরেও যেন একই থাকে। পাঁচ বছর আগে, ইরফান খানের মৃত্যুর পরের দিনই, আরেক তারকার মৃত্যুর খবর পেয়ে ঘুম ভেঙ্গেছিল ভারতবাসীর।
Digha Jagannath Temple-Actor's Dresses: দিঘায় জগন্নাথ মন্দিরের দারোদ্…
তিনি ঋষি কাপুর। এই বর্ষীয়ান কিংবদন্তি অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন। আমেরিকায় চিকিৎসা করতেও যেতেন। কিন্তু, শেষরক্ষা হয় নি। বরং করোনা মহামারীর শুরুতেই তিনি চলে যান না ফেরার দেশে। কিন্তু, তিনি চলে যাওয়ার পর যেন সাংঘাতিকভাবে ভেঙে পড়েন নিতু সিং। দুজনে প্রেম করে বিয়ে করেছিলেন। অনেক অল্প বয়স থেকে একসঙ্গে সুখ দুঃখের নানা মুহূর্ত কাটিয়েছেন।
তবে একবার নিতু সিং নিজেই জানিয়েছিলেন, তাদের বিয়ের দিনের এক ভয়ংকর ঘটনার কথা। সেইদিন তাঁদের সঙ্গে যা হয়েছিল, আজও মনে রেখেছেন তিনি। রাজ কাপুরের ছেলের বিয়ে বলে কথা, বলিউডের প্রায় সকলেই হাজির ছিলেন সেই বিয়েতে। তারপরে আবার নিতু সিং এর সঙ্গে। ফলে, এত মানুষ এখানে হাজির হয়েছিলেন যেন কল্পনাই করতে পারেনি ঋষি এবং নিতু। অভিনেতা বেশ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে ছিলেন এত মানুষের ভিড় দেখে। কিন্তু তাই বলে নবদম্পতি অজ্ঞান হয়ে পড়ে যাবেন?
Manasi Sinha -Digha Jagannath Temple: জগন্নাথ স্বামীর মহিমা পুরীতেই, দিঘা গেলে সমুদ্রে নামব, মন্দিরে সময় কেন নষ্ট করব: মানসী সিনহা
তাদের বিয়ের ছবি বহুবার প্রকাশ্যে এসেছে। মৃত এক সাক্ষাৎকার একবার বলেছিলেন, তাদের বিয়ের দিন তিনি এবং ঋষি কাপুর দুজনেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, 'হঠাৎ করে আমরা দেখলাম যে এত মানুষ সেখানে অতিথি হিসেবে চলে এসেছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের ভালবাসায় আমরা প্রচন্ড মাত্রায় উচ্ছসিত হয়ে পড়েছিলাম। তারপরে আমাদের প্যানিক অ্যাটাক হয় এবং আমরা অজ্ঞান হয়ে যাই।" এছাড়া অভিনেত্রী বলেন বিয়েতে নাকি অনেক পিকপকেটার এসছিল। তাদের অত্যাচারে সকলের প্রায় বিরক্ত হয়ে পড়ে। বিয়েতে কি উপহার পেয়েছিলেন তারা? একথা শুনলে না হেসে উপায় নেই।
বিয়েতে নবদম্পতি নানান ধরনের উপহার পান। তোয়ালে থেকে ফলস লাগানো শাড়ি, অনেককিছুই পান তাঁরা। ঋষি কাপুর এবং নিতু সিং, দুজনে এতবড় তারকা হওয়ার পরেও, পাথর এবং চপ্পল পেয়েছিলেন উপহার হিসেবে।