Parambrata Chattopadhyay Emotional Note: আজ থেকে ঠিক ১১ বছর আগে ২৯ এপ্রিল জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মা-কে হারিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। মাঝে এতগুলো বছর কেটে গেলেও মায়ের জায়গাটা কিন্তু আজও শূন্য। সত্যিই তো মায়ের জায়গা কেউ কখনও নিতে পারে!! কাজের হাজার ব্যস্ততা, কাজের প্রয়োজনে কলকাতা থেকে মুম্বইয়ে লাগাতার জার্নি। সবকিছুর মাঝেও মা-কে হারানোর যন্ত্রণা প্রতি মুহূর্তে মনে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় জীবনের সুখ-দুঃখের মুহূর্তগুলো সবসময়ই সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা। আজকের দিনে মনের ব্যথাটাও প্রত্যেকের সঙ্গে শেয়ার করেছেন। মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে পরমব্রত লিখেছেন, 'দেখতে দেখতে এগারো বছর পেরিয়ে এলাম মা, তোমায় ছাড়াই। কিন্তু তুমিও জানতে তোমায় ছাড়া আমি কতখানি অচল, অসম্পূর্ণ। আজ আবার সেই দিন, আমার একা হয়ে যাওয়ার দিন৷ যেখানেই থাকো, ভাল থেকো মা...'।
অভিনেত্রী-পরিচালক কঙ্কনা সেনশর্মা পরমব্রতর পোস্টে হৃদয়ের ইমোজি দিয়ে পরমব্রতর মনে সাহস জুগিয়েছেন। এছাড়াও সতীর্থ-অনুগামীরা প্রত্যেকেই কমেন্ট বক্সে পরমব্রতর ব্যথার সমব্যথী হয়েছেন। এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছেন অভিনেতা। সদ্য মুক্তি পেয়েছে তাঁর লেটেস্ট ছবি কিলবিল সোসাইটি। যা বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে।
তার আগেই পরমব্রতর নির্দেশনায় এই রাত তোমার আমার-ও দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এখন মুক্তির অপেক্ষায় পরমব্রত পরিচালিত নতুন সিরিজ 'ভোগ'। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও পার্ণো মিত্র। এছাড়াও আগামী ৩০ মে সিলভার স্ক্রিনে মুক্তি পাবে সোনার কেল্লায় যকের ধন। যেখানে আরও একবার দেখা যাবে পরমব্রত-কোয়েল মল্লিক জুটিকে।
আরও পড়ুন:'আমি জীবিত মৃত নই', ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতার মৃত্যুর খবর ছড়াতেই লাইভ ভিডিওতে 'জীবন্ত'!!
আগামী জুন মাসেই বাবা হতে চলেছেন পরমব্রত। মে মাস থেকেই পেটারনিটি লিভ-এ যাবেন অভিনেতা-পরিচালক। তার আগে জোরকদমে হাতের কাজ শেষ করছেন। বাংলার পাশাপাশি বলিউডের কাজেও তাঁর জুড়ি মেলা ভার। সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ Mithya-এর দুবছর পর এবার Vipul Mehta-এর নতুন ছবি Gulabi-তে কাজ করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এক মহিলা অটোচালকের জীবনের সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। যেখানে পরমব্রতর সঙ্গে জুটি বেঁধেছেন বলি ডিভা হুমা কুরেশি। এই মুহূর্তে মুম্বইয়ে চলছে সেই ছবিরই ডাবিংয়ের কাজ।
আরও পড়ুন: 'আমি আপনার প্রেমে...', পিয়াকে ছেড়ে কার জন্য এমন 'রঙিন' পোস্ট পরমব্রতর?