scorecardresearch

‘চোখ তুলে দেখো না..’, বরুণ ধাওয়ানকেও নাচিয়ে ছাড়লেন বুম্বা, দেখুন

‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র বিয়ের গানে নাচলেন বরুণ।

Varun Dhawan, Prosenjit chatterjee, Rituparna Sengupta, Prosenjit weds Rituparna, Bumba, Varun Dhawan kolkata, কলকাতায় বরুণ ধাওয়ান, বরুণ ধাওয়ান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা, বুম্বা, বরুণ প্রসেনজিৎ, টলিউডের খবর
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাচ বরুণ ধাওয়ানের

মঙ্গলবারই ‘ভেড়িয়া’ সিনেমার প্রচারে শহর কলকাতায় পা রেখেছিলেন বরুণ ধাওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সেখানেই বলিউড অভিনেতার হয়ে গলা ফাটাতে দেখা যায় টলিপাড়ার বুম্বাদাকে। বরুণের বাবার জন্য কলকাতার মিষ্টি দই পাঠাতে চেয়েছিলেন তিনি। তবে এসবের মাঝেই বলিউড অভিনেতাকে বাংলা গানে নাচানোর সুযোগ ছাড়লেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

‘ভেড়িয়া’র প্রচারের অবসরেই বরুণ ধাওয়ান কোমর দোলালেন বুম্বার সঙ্গে। তাও আবার প্রসেনজিতের ফিল্মি কেরিয়ারের ‘চোখ তুলে দেখো না..’র মতো অন্যতম সুপারহিট গানে। তবে পুরনো গানটা নয়, ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র নয়া গানেই বরুণকে নাচালেন তিনি। আর বলিউড অভিনেতাও কম যান না! প্রসেনজিৎকে দেখে যথাযথ স্টেপ নকল করে নাচলেন।

আর সেই ভিডিও নিজেই পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যা দেখে অনুরাগীরাও মজেছেন। উল্লেখ্য, ‘ভেড়িয়া’র প্রচারে প্রসেনজিৎ বলেন, “ট্রেলার দেখেছি। অসাধারণ একটা ছবি রিলিজ করতে চলেছে। গোটা টিমকেই অসংখ্য শুভেচ্ছা। বরুণ, কৃতীদের মতো দক্ষ অভিনেতারা রয়েছেন।”

এখানেই অবশ্য শেষ নয়, পাশাপাশি তিনি বরুণকে বিরাট সার্টিফিকেটও দিয়েছেন। প্রসেনজিতের কথায়, “আমি ব্যক্তিগতভাবে বরুণের খুব বড় একজন ভক্ত। ও এই প্রজন্মকে রিপ্রেজেন্টও করে।” বুম্বাদার মুখ থেকে নিজের প্রশংসা শুনে গদগদ চিত্তে হেসে ফেলেন বলিউড অভিনেতাও।

[আরও পড়ুন: শাহরুখও মুদির দোকানে লাইন দিয়ে জিনিস কিনছেন! দেখে চক্ষু ছানাবড়া.. দেখুন]

প্রচারের ফাঁকে মশকরা করতেও ছাড়েননি দুই ইন্ডাস্ট্রির সুপারস্টার। প্রসেনজিৎ যে মুহূর্তে বলেন, “এর আগেও বরুণকে বলেছি, যখনই কলকাতায় আসবে আমাকে ফোন করবে। আর হ্যাঁ, এবার তোমার বাবার জন্য মিষ্টি দই পাঠাতে চাই তোমার হাত দিয়ে।” তৎক্ষণাৎ বরুণ প্রতিবাদ করেন, ‘না, বাবার মিষ্টি খাওয়ার অনুমতি নেই।..’ পাল্টা বুম্বাদার উত্তর, “আমি জানি, ওঁর মিষ্টি খাওয়া বারণ। তবুও।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Varun dhawan danced with bumba on prosenjit weds rituparna song