৬০ বছরে বয়সে ফের বিয়ের পিঁড়িতে আশিস বিদ্যার্থী, পাত্রীকে চেনেন?

বিয়ে করে অনুভূতি কী অভিনেতার?

বিয়ে করে অনুভূতি কী অভিনেতার?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ashish vidyarthi, ashish vidyarthi marriage, ashish vidyarthi news, ashish vidyarthi update, আশিস বিদ্যার্থী,

আশীষ বিদ্যার্থীর বিয়ে

দ্বিতীয়বারের মত বিয়ে সারলেন আশিস বিদ্যার্থী। অভিনেতা আজ সকালেই গাঁটছড়া বেঁধেছেন রূপালী বড়ুয়ার সঙ্গে। শুধু তাই নয়, বিয়ে করে রীতিমতো আনন্দিত অভিনেতা।

Advertisment

আইনি ভাবে বিয়ে হয়েছে তাঁদের। কোনও তামঝাম নেই। এক্কেবারে সাদামাটা ভাবেই বিয়ে করেছেন তাঁরা। আসামের মেয়ে রূপালীর সঙ্গে বিয়েটাও যেন একটা স্বপ্নের মত তাঁর কাছে। এই বয়সে ডিএসই বিয়ে করলেন..কেমন অনুভূতি তার? বর্ষীয়ান অভিনেতার কথায়, "খুব দারুণ অনুভূতি। সন্ধেবেলায় আয়োজন করা হয়েছে একটি গেট টুগেদারের।"

আরও পড়ুন < আলিয়ার বাবার চরিত্রে টোটা রায় চৌধুরী? ‘ক্রমশ প্রকাশ্য’! বলছেন করণ জোহরের Mr. চট্টোপাধ্যায় >

কাছের মানুষদের সামনে রেখেই বিয়ে করেছেন দুজনে। রূপালী সেজেছেন দক্ষিণের সাজে। আর আশিসের গলায় রয়েছে আসামের ঐতিহ্যবাহী গামছা। রূপালীর সঙ্গে শহর কলকাতার বেশ অনেকবছর যোগাযোগ। গুয়াহাটির মানুষ রূপালী একটি ফ্যাশন স্টোরের সঙ্গেই যুক্ত। তাদের আলাপ কী করে হল, এই নিয়েও এখন চর্চা সোশ্যাল মিডিয়ায়। যদিও সেসব পরেই জানতে পারবেন বলে দাবি করেছেন নব দম্পতি।

Advertisment

উল্লেখ্য, অভিনেতা তো বটেই তবে আশীষ জনপ্রিয় তাঁর ফুড ব্লগিং এর জন্যও। প্রথম গাঁটছড়া বাঁধেন শকুন্তলা বড়ুয়ার মেয়ের সঙ্গে। যদিও সেই বিবাহ টেকেনি। আজ, শহর কলকাতাতেই নতুন করে এক সম্পর্কের শুরু করেছেন তিনি।

tollywood Entertainment News