/indian-express-bangla/media/media_files/2025/07/28/salman-2025-07-28-16-11-21.jpg)
যা করেছিলেন অভিনেতার সঙ্গে সলমন...
Salman Khan-Bollywood: প্রবীণ অভিনেতা অশোক সরাফ, যিনি মূলত তাঁর হাস্যরসাত্মক অভিনয়ের জন্য পরিচিত, তিনি ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত সলমন খান অভিনীত জাগৃতি ছবিতে এক খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। তবে এই নেতিবাচক চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি শুটিং চলাকালীন এক ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হন, যা তাকে মৃত্যুর খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাফ স্মৃতিচারণা করে জানান, একটি দৃশ্যের শুটিংয়ের সময় সলমন খান কী করেছিলেন তাঁর সঙ্গে...
এক সাক্ষাৎকারে অশোক সরাফ বলেন, “ওই দৃশ্যে সালমান একটি আসল ছুরি দিয়ে আমার গলায় চেপে ধরেছিল। ছুরির সেই অংশটি দিয়ে চাপ দেওয়ার জন্য, গলা কেটে দিয়েছিল। সংলাপ বলা শুরু হতেই আমি তার হাত থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করি। কিন্তু সলমন তখনও ছুরি দিয়ে জোরে চাপ দিচ্ছিল। আমি বাধ্য হয়ে বলি, ‘ধীরে চাপো, এখানে কেটে যাচ্ছে!’”
তিনি আরও যোগ করেন, “সলমন আমাকে জিজ্ঞাসা করলেন, ‘তবে কী করব?’ আমি বললাম, ছুরিটা উল্টো করে ধরো। তখন তিনি বললেন, ‘কিন্তু ক্যামেরায় সেটা দেখা যাবে’। আমি তখন বললাম, থাক! যেভাবে হচ্ছে করো। দৃশ্যটা শেষ করলাম, কিন্তু পরে দেখি গলায় গভীর কাটা। যদি গলার নার্ভ কেটে যেত, তাহলে আমি হয়তো আজ বেঁচে থাকতাম না। সেই মুহূর্তটা আমি কখনও ভুলতে পারি না। আমি নিশ্চিত নই সলমন এই ঘটনা মনে রেখেছেন কি না, ও তো অনেক কিছু ভুলে যায়।”
সলমন খান ও অশোক সরাফ একসঙ্গে 'করণ অর্জুন', 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া', 'বন্ধন' সহ একাধিক ছবিতে কাজ করেছেন। জাগৃতি ছবিতে তাঁদের পাশাপাশি অভিনয় করেছিলেন করিশ্মা কাপুর, শিবা রিন্দানি, পঙ্কজ ধীর ও প্রেম চোপড়া। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল এবং বক্স অফিসে গড় রেজাল্ট করেছিল।
প্রসঙ্গে, সলমন খানকে সর্বশেষ দেখা গেছে এ আর মুরুগাদোস পরিচালিত অ্যাকশন-ড্রামা সিকান্দর ছবিতে। তিনি খুব শীঘ্রই ফিরছেন তাঁর ২০১২ সালের সুপারহিট ছবি কিক-এর সিক্যুয়েলে, যা আনুষ্ঠানিকভাবে অক্টোবর মাসে মুক্তি পাবে। এছাড়াও তাঁর আসন্ন একটি ছবি রয়েছে, যা ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘাতের উপর ভিত্তি করে নির্মিত এবং পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া।