Advertisment

রাতের বেলা উড়ন্ত বিমানে ঘুষি চালালেন ক্যাটরিনা, ভয়ে থমকালেন ভিকি!

ক্যাটরিনার কাণ্ডে ভিকি যা করলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Vicky Katrina : actor shared wife's photo

ভিকি-ক্যাটরিনা

অ্যাকশন যেন পিছু ছাড়ছে না ক্যাটরিনার। তোয়ালে পড়ে, যেই না একবার অ্যাকশন করলেন, ফের একবার প্লেনের মধ্যেই শুরু হয়ে গেলেন।

Advertisment

বর ভিকি বসে রইলেন পাশে। বউয়ের কান্ড দেখে তিনি কী করবেন বুঝে উঠতে পারলেন না। বরং, সেই দৃশ্য নিজে দায়িত্বে ক্যামেরা বন্দি করলেন তিনি। কী এমন করছিলেন তিনি, যে ভিকি বাধ্য হলেন সেটি সকলের সামনে তুলে ধরতে? অন্ধকার প্লেন, রাতের বেলায় ক্যাটরিনার ফাইট দেখে ভিকি ভাষা হারিয়েছেন।

একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা। বউকে পাশে বসিয়ে রাখলেও কানে হেডফোন গুঁজে রেখেছেন ভিকি। কিন্তু কিছুক্ষন পর যা দেখলেন তাতে সেই দৃশ্য সকলের সঙ্গে ভাগ করে নিতেই হল। কী করছিলেন ক্যাটরিনা? অভিনেতার ভিডিও দেখে সকলেই হাসতে ব্যস্ত।

আরও পড়ুন - জয়ার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি, ঘনিষ্ঠ দৃশ্য উপভোগ করলেন পঙ্কজ? নাকি…

ক্যাটরিনা প্লেনে বসেই ঘুষি চালাতে শুরু করলেন। সামনে কেউ কোত্থাও নেই। কিন্তু ফাঁকা হাওয়ায় ঘুষি ওরালেন তিনি। অভিনেতা সেই ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন... প্লেনে ইন লাইফ বিনোদন। সুন্দরী, তোমায় অনেক ভালবাসা। সামনে আরও হাসি বিনোদন আসতে থাকুক।

ক্যাটরিনার এই ভিডিও দেখে মুগ্ধ অনেকেই। একজন বড় তারকা তারপরেও তিনি যে কান্ডকীর্তি করছেন তাতে, অনেকেই তাঁকে দেখে আপ্লুত। বলছেন, তিনি এত কিউট? আবার কেউ বলছেন, ক্যাটরিনা জানতেন যে আপনি ভিডিওটা করছেন? আবার কেউ বললেন, আপনি এবার ধমক খাবেন।

Vicky Kaushal katrina kaif bollywood Entertainment News
Advertisment