Advertisment

SRK - Vicky Kaushal: হঠাৎ করেই শাহরুখকে পেছন থেকে জড়িয়ে ধরলেন ভিকি, ঘনিষ্ঠ হয়ে মঞ্চ মাতালেন দুই তারকা...

Vicky kaushal to SRK: সামনে পারফর্ম করছেন শাহরুখ খান। তাঁকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারা যায়? কিং খানের সঙ্গে নাচতে নাচতে তাঁকে জড়িয়ে ধরলেন ভিকি, তারপর...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
vicky srk

Vicky kaushal hugged Shah Rukh Khan: ভিকি-শাহরুখের যুগলবন্দি ভাইরাল

Shah rukh Khan: শাহরুখ খান তিনি মানুষকে চমকে দিতে একেবারেই পিছপা হন না। আর গতকাল রাতে যা ঘটিয়ে ফেলেছেন তিনি, সেটা নিয়ে আলোচনার শেষ নেই। কিং খান, তাঁর উপস্থিতি দিয়েই সবাইকে চমকে দিতে পারেন।

Advertisment

বয়সটা নেহাত কম নয়। ৫৯ হতে চলল, কিন্তু তিনি যেভাবে ভিকিকে সঙ্গ দিয়ে গেলেন সেটা প্রসংশার যোগ্য। গতকাল IIFA পুরস্কারের মঞ্চে শাহরুখ খান এলেন, জয় করলেন আর সবাইকে ভাসিয়ে নিয়ে গেলেন। সমাজ মাধ্যমে তাঁকে নিয়েই চর্চা। শাহরুখকে দেখে বাহ কিং খান না বলে উপায় নেই।

সঞ্চালক হিসেবে শাহরুখ খান বরাবরই বেশ অন্যরকম। অভিনেতা, শাহরুখ যেমন মনোরঞ্জন করেন, তেমন হোস্ট কিং খান আরও নিদারুণ। আর গতকাল তাঁকে সঙ্গ দিয়েছেন ভিকি কৌশল। এর আগেও ভিকি হোস্ট করেছেন এই শো। একদিকে, শাহরুখ ভক্ত ভিকি যেন কিং খানকে সামনে পেয়ে কী করবেন বুঝে উঠতে পারছেন না। ডানকি ছবিতে দেখা গিয়েছে দুজনকে।

তাঁদের গতকাল রাতের 'ও আন্টভা' গানে নাচ, এবং ঘনিষ্ঠতা দেখে যেমন উফ করেছেন একদল, তেমনই আবার কেউ কে এমনও বলেন যে শাহরুখ এবং ভিকি দুজনে যা করলেন, তা অন্য কাউকে দিয়ে সম্ভব না। আবার কেউ বললেন, আজকে এখানে ভিকির জায়গায় রণবীর সিং থাকলে খুব মুশকিল হত। 

আরও পড়ুন  -  Aparna Sen - Swarup Biswas: TMCP পার্টির সদস্য হওয়ার সুবাদেই কি স্বরূপ ফেডারেশনের সভাপতি? হেয়ার ড্রেসার কাণ্ডে প্রশ্নের ঝড় তুললেন অপর্ণা সেন

কিন্তু, সবথেকে বেশি নজর কেড়েছে ভিকির শাহরুখকে জড়িয়ে ধরার ঘটনা। শাহরুখের পুরোনো গানটিকে ভিকির নতুন ছবি ব্যাড নিউজে ব্যবহার করা হয়েছে। মেরে মাহবুব মেরে সনম গানে গতকাল নাচলেন তাঁরা। আর শেষে, ভিকি শাহরুখকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। সেই দৃশ্য মন ছুঁয়ে গিয়েছে বাকিদের। এমনকি, বেশিরভাগ ভক্তদের মনে একটাই কথা, এটা পুরো আমাদের মনের অবস্থা। কেউ এমনও বললেন "ভিকি, আমরা এটা..."

উল্লেখ্য, গতকাল রাতে শাহরুখ জওয়ান ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পেয়েছেন। এমনকি, স্টেজ মাতিয়েছেন দারুণ ছন্দে।

bollywood Vicky Kaushal Shah Rukh khan Bollywood Actor
Advertisment