Advertisment
Presenting Partner
Desktop GIF

শাম বাহাদুরের ইতিহাস ঘেঁটেই ডার্বি ম্যাচে ভিকি কৌশল! মুগ্ধ নয়নে চেয়ে রইলেন অভিনেতা

ডার্বি ম্যাচ উপভোগ করেই ভিকি প্রশংসায় পঞ্চমুখ!

IE Bangla Entertainment Desk এবং Anurupa Chakraborty
New Update
Vicky kaushal on derby EB vs MB said continue the legacy of sham manekshaw

গতকাল যেন এক স্বপ্নপূরণের সন্ধ্যে। দীর্ঘ চারবছর পর ডার্বি জিতল ইস্টবেঙ্গল ক্লাব। আনন্দে আত্মহারা সমর্থকরা। তাঁর সঙ্গে আরও একজন। বলি তারকা ভিকি কৌশল উপস্থিত ছিলেন সল্টলেক স্টেডিয়ামে। মুগ্ধ নয়নে মাঠের দিকে চেয়ে রইলেন তিনি।

Advertisment

ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ডার্বি। আর ভিকি, এবার নিজেও এক ঐতিহাসিক চরিত্রের সঙ্গে জড়িয়েছেন। তিনি, শাম বাহাদুরের ভূমিকায় অভিনয় করেছেন। সেকারণেই শতাব্দী প্রাচীন এই ডার্বির মাঠে অংশ নেওয়া। সকাল হতেই দেখা মিলেছিল এয়ারপোর্টে। তারপরই, সোজা খেলার মাঠে। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের খেলা দেখতে গিয়েই আবেগতাড়িত অভিনেতা। লিখলেন...

আরও পড়ুন - ‘চরিত্র একবার হারিয়ে গেলে…’, বিতর্কের মাঝেই জিতুর বিস্ফোরক ইঙ্গিত নবনীতার দিকে?

" অত্যন্ত সুন্দর অভিজ্ঞতা আজ ডার্বি ম্যাচে উপস্থিত থাকতে পেরে। কলকাতায় ১৩২ তম ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডুরান্ড কাপ অনুষ্ঠিত হল। এটি এশিয়ার সর্বপ্রথম এবং বিশ্বের তৃতীয় পুরনো একটিই টুর্নামেন্ট, যা ভারতীয় সেনার তত্বাবধানে অনুষ্ঠিত হতো। মার্শাল শাম মানেকশ নিজেও এই খেলায় দীর্ঘ অনেকবছর ট্রফি তুলে দিয়েছেন বিজয়ীদের হাতে। আমি গর্বিত এর সঙ্গে জুড়তে পেরে। অদ্ভুত আনন্দ হলো।"

কখনও বল পায়ে নিয়ে পোজ দিলেন, আবার কখনও মাঠে অবাধে ঘুরতে দেখা গেল তাঁকে। এখানেই শেষ নয়, ইস্টবেঙ্গলকে জয়ের শুভেচ্ছা জানালেন তিনি। শাম মানেকশোর জুতোয় পা গলিয়েছেন, তাই দায়িত্ব তো রয়েছেই। সেকারণেই কালকে মাঠে উপস্থিতি।

bollywood Vicky Kaushal Entertainment News
Advertisment