scorecardresearch

‘সন্ধেয় বাড়িও ফিরতে হবে…কী এসব?’ বউ ক্যাটরিনার ভয়ে ‘ভিজে বেড়াল’ ভিকি কৌশল!

বউকে এত ভয় পান? উত্তরে ভিকি যা বললেন…

vicky kaushal, katrina kaif, vicky kaushal news, vicky kaushal update, vicky kaushal bollywood, vicky kaushal news update, vicky kaushal news bollywood, katrina kaif news,katrina kaif bollywood, katrina kaif news update, katrina kaif latest news, ভিকি কৌশল, ভিকি কৌশল নিউজ, ভিকি কৌশল খবর, ভিকি কৌশল বলিউড, ভিকি কৌশল নতুন খবর, ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফ খবর, ক্যাটরিনা কাইফ নিউজ, ক্যাটরিনা কাইফ বলিউড
ভিকি-ক্যাটরিনা

বাড়ি ফিরতে হবে তো নাকি? ভিকি কৌশলের মন্তব্য ঘিরে তোলপাড়! কেন, এতটা ভয়ে রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতার? উত্তর শুনে চমকে যাবেন।

সারা আলি খানের সঙ্গে প্রমোশনে ব্যস্ত ভিকি কৌশল। আর ভিকি যেখানে সেখানে ক্যাটরিনার প্রসঙ্গ আসবে না এও আবার হয় নাকি? ফলেই, ভিকির কাছে প্রশ্ন গেল ঠিক এমনই… ক্যাটরিনার থেকে ভাল কাউকে যদি পেয়ে যান? প্রশ্ন শুনেই হতভম্ব ভিকি কৌশল। চোখ কপালে তাঁর। উল্টে পড়ে যাওয়ার জোগাড়। তাও নিজেকে সামলে নিলেন তিনি।

আরও পড়ুন [ গুরুতর অসুস্থ! স্যালাইন চলছে…ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালে ভর্তি পরীমণি ]

ভিকির জীবনে সর্বশ্রেষ্ঠ হিরোইন ক্যাটরিনা। তাঁর সঙ্গে একই ছবিতে হয়তো কাজ করেন নি, তবে মনের মানুষ হিসেবে তাঁকে কাছে পেয়েছেন। বিয়ের পর ভয়ডর বলে কিছু তো হয় নাকি! ভিকিও একইরকম কিছু দেখালেন। প্রশ্ন শুনেই হেসে গড়ালেন তিনি। আর বললেন..”যারা বিবাহিত আছেন বলুন? সন্ধের পর বাড়ি যেতে হবে তো! উল্টোপাল্টা প্রশ্ন করছ! হ্যাঁ? আমি এখনও বাচ্চা, বড় হতে দাও ভাই।”

এদিকে, ভিকির আগেও প্রশ্ন শুনে হতচকিত সারা নিজেও। মুখে হাত চাপা দিয়ে নজর এড়ালেন তিনি। তবে, ভিকির উত্তর শুনে হেসে গড়িয়েছেন অনেকেই। ক্যাটরিনা যে হোম মিনিস্টার, এ বুঝতে আর কারওর বাকি নেই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Vicky kaushal said fear of katrina he needs to go home