Vicky Kaushal, Shoojit Sircar: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে কালো কোনও দিন যদি থেকে থাকে তবে সেটা ১৩ এপ্রিল, ১৯১৯। যেদিন জালিয়ানওয়ালা বাগে নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি চালায় ব্রিটিশ সেনাবাহিনী। ২০ বছর পরে ওই নৃশংস হত্য়াকাণ্ডের প্রতিশোধ নিয়েছিলেন পঞ্জাবের বিপ্লবী উধম সিং। ইতিহাস বলে উধম সিং ছিলেন জালিয়ানওয়ালা বাগ হত্য়াকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী। ওইদিন হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন কিন্তু আহত হয়ে প্রাণে বেঁচে যান অনেকে। উধম সিং তখন ছিলেন নিতান্তই কিশোর। কিন্তু প্রতিশোধের সিদ্ধান্তে অনড় ছিলেন সেই সময় থেকেই। ইতিহাসের সেই অধ্য়ায় নিয়েই ছবি পরিচালনা করছেন সুজিত সরকার আর ওই ছবিতে সর্দার উধম সিংয়ের ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে।
এবছর জালিয়ানওয়ালা বাগ হত্য়াকাণ্ডের শতবর্ষ। সেই বিষয়টি মাথায় রেখেই এই ছবির পরিকল্পনা কিন্তু শোনা যাচ্ছে এই পিরিয়ড ছবিটি তৈরি হতে বেশ অনেকটা সময় লাগবে। পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুযায়ী, সুজিত সরকার সম্প্রতি জানিয়েছেন যে তাঁর প্রযোজকদের পরামর্শে ছবি মুক্তির তারিখ ঠিক করা হয়েছে আগামী বছর। এবছরের গোড়ার দিকে একপ্রস্থ শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু হবে আবার এই বছরের অক্টোবর থেকে, এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন: বাংলা পর্দার এই বাবাদের চিরকাল মনে রাখবেন দর্শক
দিন কয়েক আগেই ভিকি কৌশল ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উধম সিংয়ের ভূমিকায় তাঁর লুক। ভিকি-র গুণমুগ্ধদের মধ্য়ে সাড়া পড়ে গিয়েছে সেই ছবি দেখে। ছবি কবে মুক্তি পাবে সেই নিয়ে জল্পনা চলছিল বেশ অনেকদিন ধরে। মুম্বই মিরর-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সুজিত সরকার জানিয়েছেন যে এই বছরের অক্টোবর থেকে পরবর্তী পর্যায়ের শুটিং শুরু হবে ইউরোপের বিভিন্ন লোকেশন, রাশিয়া ও উত্তর ভারতে। পুরোপুরি শুটিং শেষ হতে আগামী বছরের গোড়ার দিক।
আরও পড়ুন: কত টাকা পাবেন দীপিকা ৮৩ বিশ্বকাপের ছবির জন্য?
পরিচালক খুবই যত্নে তৈরি করতে চান এই বায়োপিক। তাই কোনও রকম তাড়াহুড়ো না করে হাতে অনেকটা সময় নিয়ে শেষ করতে চান ছবির পোস্ট প্রোডাকশন। সবদিক বিবেচনা করে তাই আগামী বছর অক্টোবরে ছবি মুক্তির দিন ঠিক করা হয়েছে। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ভিকি কৌশল অভিনীত এই ছবি মুক্তি পাবে ২ অক্টোবর, ২০২০-তে অর্থাৎ আগামী বছর গান্ধী জয়ন্তীতে।