scorecardresearch

মানালির রাস্তায় শুটিং রণবীরের, পরনে সাদা পাঞ্জাবি-পাজামা! দেখুন চুপিসারে তোলা ভিডিও

বিয়ের পরই মানালিতে ‘অ্যানিমেল’-এর শুটের জন্য উড়ে গিয়েছেন রণবীর কাপুর।

Ranbir Kapoor, Rashmika Mandanna, Animal, রণবীর কাপুর, মানালিতে শুটিং রণবীরের, রশ্মিকা মন্দানা, অ্যানিমেল, bengali news today
রণবীর কাপুর

পরনে ধবধবে সাদা পাঞ্জাবি-পাজামা। পাশেই লাল পেড়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রশ্মিকা মন্দানা। মন দিয়ে পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গর কাছ থেকে শট বুঝে নিচ্ছেন মানালির পাহাড়ি বাঁকের রাস্তায়। আর চলন্ত গাড়ি থেকে এমন দৃশ্য দেখে ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি অনুরাগী। তৎক্ষণাৎ মোবাইল-বন্দি হল রণবীরের ‘অ্যানিমেল’ শুটের মুহূর্ত। নেটদুনিয়ায় ভাইরাল হতেও সময় নেয়নি সদ্য বিবাহিত কাপুর-নন্দনের ভিডিও।

শুক্রবার থেকেই হিমাচলপ্রদেশের মানালিতে শুরু হয়েছে এই সিনেমার শুট। রণবীরও উড়ে গিয়েছেন সেখানে। এদিনই সেখান থেকে রণবীরের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল। তবে সিনেমার লুকে ছিলেন না তখন। কিন্তু শনিবার যে ভিডিও প্রকাশ্যে এল তাতে ‘অ্যানিমেল’ছবিতে অভিনেতাকে কীরকম অবতারে দেখা যাবে, তারও একঝলক মিলল। ‘অ্যানিমেল’-এ রণবীরের বিপরীতে অভিনয় করছেন ‘পুষ্পা’ অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। প্রযোজনা সংস্থার তরফেই এই খবর জানানো হয়েছে। ‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীর রেড্ডি ভঙ্গ-ই ‘অ্যানিমেল’-এর পরিচালনা করছেন। প্রযোজনায় ভূষণ কুমারের টি-সিরিজ। যৌথভাবে এই দায়িত্বে রয়েছে মুরাদ খেতানির সিনেওয়ান স্টুডিওস ও প্রণয় রেড্ডি ভঙ্গর ভদ্রকালি পিকচার্স।

[আরও পড়ুন: বড় ঘোষণা বলিউডে! ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ শিল্পা শেট্টি]

প্রসঙ্গত, বিয়ে-রিসেপশন সেরেই কাজে ফিরেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট। একদিকে স্ত্রী যখন জয়পুরের মারাত্মক গরমে করণ জোহরের ফ্রেমে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র শট দিচ্ছেন, স্বামী তখন মানালির বরফেমোড়া পাহাড়ের মাঝে নতুন সিনেমার কাজ শুরু করেছেন। আগেভাগেই শোনা গিয়েছিল যে, অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’র শুট সেরে ‘অ্যানিমেল’ (Animal) ছবির কাজে হাত দেবেন রণবীর। তবে মাঝে হঠাৎ-ই বিয়েটা সেরে ফেললেন। আর তারপর-ই পুরোদস্তুর কাজে নেমে পড়েছেন।

আগামী বছর অর্থাৎ, ২০২৩ সালের ১১ আগস্ট মুক্তি পাওয়ার কথা ‘অ্যানিমেল’-এর। পাশাপাশি এইবছর সেপ্টেম্বর মাসে রিলিজ করছে রণবীর-আলিয়ার বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। যে সিনেমার সেট থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রেম। রণবীর-আলিয়ার বিয়ের দিন উপহার হিসেবে সেই ছবির-ই একটি গান রিলিজ করেছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Video of ranbir kapoor and rashmika mandanna shooting animal in manali goes viral