Kaalratri Trailer Launch : বেনারসি-মুকুটে নববধূর সাজ, কালরাত্রির ট্রেলার লঞ্চে সৌমিতৃষা যেন সাক্ষাৎ 'দেবী'

Soumitrisha In Kaalratri Trailer Launch : অয়ন চক্রবর্তীর হাত ধরে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করলেন সৌমিতৃষা কুণ্ডু। স্টার কাস্টের উপস্থিতিতে হয়ে গেল কালরাত্রির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান।

Soumitrisha In Kaalratri Trailer Launch : অয়ন চক্রবর্তীর হাত ধরে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করলেন সৌমিতৃষা কুণ্ডু। স্টার কাস্টের উপস্থিতিতে হয়ে গেল কালরাত্রির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
কালরাত্রির ট্রেলার লঞ্চে সৌমিতৃষা যেন সাক্ষাৎ 'দেবী'

কালরাত্রির ট্রেলার লঞ্চে সৌমিতৃষা যেন সাক্ষাৎ 'দেবী'

Kaalratri Trailer Launch Event : মোদকবাড়ির সেই মিষ্টি বউ মিঠাইরানি দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে সুপারস্টার দেবের বিপরীতে বড় পর্দার আত্মপ্রকাশ। সাফল্যের গ্রাফ একেবারে ঊর্ধমুখী। এবার ওয়েব সিরিজির দুনিয়ায় পা রাখলেন সৌমিতৃষা কুণ্ডু। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের আপকামিং মার্ডার মিস্ট্রি কালরাত্রির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সৌমিতৃষাকে। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে স্ট্রিমিং। তার আগে স্টার কাস্টের উপস্থিতিতে ধুমধাম করে হয়ে গেল কালরাত্রির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। 'মিঠাই' থেকে 'রুমি', এবার 'দেবী' হিসেবে দর্শকের মনোরঞ্জনে আসছেন গ্ল্যাম ডল সৌমিতৃষা কুণ্ডু। 

Advertisment

Advertisment

লাল রেনারসি, মাথায় মুকুট পরে একেবারে নববধূর সাজে হাজির হয়েছিলেন সৌমিতৃষা। কালরাত্রির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সৌমিতৃষা যেন সাক্ষাৎ 'দেবী'। এই সিরিজটির পরিচালনার দায়িত্বে অয়ন চক্রবর্তী। বিয়ের প্রথম রাতে যখন নতুন বউ জানতে পারে তাঁর স্বামীর জীবন বিপদে তখন মুহূর্তে সব স্বপ্ন ভেঙে চুরমার! তারপরই পরিবারে খুন! নতুন সংসার সাজানোর স্বপ্ন নিয়ে আসা দেবীর জীবন ওলোটপালট হয়ে যাওয়ার নেপথ্যেই এগবে কালরাত্রির গল্প। মার্ডার মিস্ট্রিতে দেবী-র চরিত্রে সৌমিতৃষাকে দেখার অপেক্ষায় তাঁর অগণিত ভক্তরা। 

ওয়েবে ডেবিউ প্রসঙ্গে সৌমিতৃষা বলেন, 'কালরাত্রির হাত ধরে আমার ওয়েব সিরিজে আত্মপ্রকাশ। তাই এই সিরিজটা আমার হৃদয়জুড়ে রয়েছে। দর্শক আমার এই নতুন কাজ দেখবে। তার জন্য আমি সত্যিই আর অপেক্ষা করতে পারছি না। স্ট্রিমিং শুরুর অপেক্ষায় দিন গুনছি। আমার যে চরিত্র. দেবী সেটার সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। সেই সঙ্গে রয়েছে একটা বিরাট চ্যালেঞ্জ। কালরাত্রি দেখলে বুঝতে পারবে সিরিজটা কতটা এক্সাইটেড।' সৌমিতৃষার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাশিষ রায়। এছাড়াও এই সিরিজে রয়েছেন ইন্ডাস্ট্রির একগুচ্ছ স্টার। 

আরও পড়ুন:'মিঠাইরানি'র পর এবার 'দেবী', শাড়ি-চওড়া সিঁদুর, মাথায় ফুল গুঁজে 'লালপরী' সৌমিতৃষা

 

 

 

web series Bengali Actress Soumitrishna Kundu