/indian-express-bangla/media/media_files/2025/10/07/cats-2025-10-07-10-43-44.jpg)
কেমন আছেন বিজয়?
Vijay Deverakonda Health Update: ৩ অক্টোবর শুক্রবার রাত থেকেই বিজয় দেবেরাকোন্ডা-রশ্মিকা মন্দানার বাগদান নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। অবশেষে শনিবার দুপুরে অভিনেতার টিমের তরফে এই গুঞ্জনে সিলমোহর দেওয়া হয়। এই খবরে খুশির জোয়ারে ভেসেছে জুটির ভক্তরা। সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে বিজয়ের আঙুলের এনগেজমেন্ট রিং। এর মাঝেই আচমকা ঘটে গেল মারাত্মক অঘটন। পরিবারে যখন উৎসবের আমেজ তখনই যেন বিষাদের সুর।
আংটি বদলের পরই ৬ অক্টোবর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন বিজয় দেবেরাকোন্ডা। বরাতজোরে প্রাণে রক্ষা পেলেন তেলেগু ছবি অর্থাৎ টলিউডের এই জনপ্রিয় অভিনেতা। সংবাদ সংস্থা পিটিআই র তথ্য অনুযায়ী, তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলায় দুর্ঘটনার শিকার হন বিজয়। তবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছেন রশ্মিকার বাগদত্তা। বিলাসবহুল গাড়িটির ক্ষতিগ্রস্ত অংশের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিজয়ের গাড়ি দুর্ঘটনার খবরে ভক্ত থেকে সতীর্থ, প্রিয়জনের যখন উদ্বেগ প্রকাশ করছেন তখন অভিনেতার ইনস্টা পোস্টে কিছুটা স্বস্তি পেয়েছেন সকলে। বর্তমান শারীরিক পরিস্থিতির কথা উল্লেখ করে লেখেন, 'সব ঠিক আছে। গাড়িটা একটু ধাক্কা খেয়েছে, কিন্তু আমরা সবাই ভাল আছি। শক্তি বাড়ানোর এক্সারসাইজও করেছি। এখন বাড়ি ফিরেছি। মাথাটা একটু ব্যথা করছে কিন্তু একটা বিরিয়ানি আর ঘুমই সেটা ঠিক করে দেবে। তোমাদের সবাইকে আমার তরফে উষ্ণ আলিঙ্গন আর অনেক ভালবাসা। সবাই শান্ত থাকো। কেউ দুশ্চিন্তা করো না।'
জানা গিয়েছে, দেবরাকোন্ডা অন্ধ্র প্রদেশের প্রতিবেশী রাজ্য পুট্টাপার্থি থেকে হায়দরাবাদের পথে ফিরছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে। এর আগে দিনেই তাঁকে পুট্টাপার্থির শ্রী সত্য সাই বাবার মহা সমাধিতে দেখা গিয়েছিল। যার ভিডিও অনলাইনেও ছড়িয়ে পড়ে। মনে করা হচ্ছে, সেখান থেকে ফেরার পথে একটি চারচাকা তাঁর গাড়িতে ধাক্কা মারে। যার ফলে তাঁর লেক্সাস LM 350h AWD গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়। গাড়িটির দাম আনুমানিক ২ কোটিরও বেশি। দুর্ঘটনার পর সেই গাড়িটি ঘটনাস্থলে না দাঁড়িয়েই দ্রুতগতিতে চলে যায়।
আরও পড়ুন উৎসবের আবহে চুপিচুপি আংটি বদল! বিজয়-রশ্মিকার বাগদান ঘিরে চর্চা তুঙ্গে, কবে বিয়ের পিঁড়িতে?
বিজয়ের গাড়িচালক স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ একটি মামলাও রুজু করে তদন্ত শুরু করেছে। অভিনেতা পরে বন্ধুর গাড়িতে ঘটনাস্থল থেকে রওনা দেন। উল্লেখযোগ্যভাবে, এই দুর্ঘটনাটি ঘটে তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে বাগদানের মাত্র দুদিন পর। যদিও দু’জনের কেউই এখনও আনুষ্ঠানিকভাবে আংটিবদলের খবরে সিলমোহর দেয়নি। SCREEN-এর সূত্রে জানা গিয়েছে যে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে তাঁর হায়।
আরও পড়ুন বিজয়-রশ্মিকার বাগদান চর্চায় সিলমোহর, আসন্ন শীতেই ছাদনা তলায় টলিউডের প্রেমিকযুগল