/indian-express-bangla/media/media_files/2025/10/04/cats-2025-10-04-10-38-36.jpg)
বাগদান সম্পন্ন?
Vijay Deverakonda And Rashmika Mandanna: ইন্ডাস্ট্রির অন্দরে যে কোনও নায়ক-নায়িকার প্রেম নিয়ে বিস্তর আলোচনা হয়ে ওঠে পেজ ৩-এর হট কেক। সকলের নজর এড়িয়ে ব্যক্তিগতজীবনকে লাইমলাইট থেকে দূরে রাখা বড়ই দুষ্কর। সেলেব পাপারাজ্জিরাদের লেন্সে কোনও না কোনওভাবে ধরা পড়ে যায় 'সিক্রেট লাভ স্টোরি' বা গোপন প্রেমকাহিনি। কখনও আবার চর্চিত প্রেমিকযুগলের পোস্ট থেকেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করে ফেলেন। ঠিক এমনটাই বারবার ঘটেছিল দক্ষিণী ফিল্মইন্ডাস্ট্রির দুই খ্যাতনামা বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার ক্ষেত্রে। একাধিকবার তাঁদের প্রেম নিয়ে চর্চা হয়েছে কিন্ত, প্রতিবারই সম্পর্ককে বন্ধুত্বের নাম দিয়েছেন দুজনেই। অবশেষে উৎসবের আবহে জীবনের নতুন জার্নি শুরু করলেন বিজয়-রশ্মিকা।
এম৯ নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রাইভেট সেরিমণিতে বাগদান সেরে ফেলেছেন চর্চিত কাপল। আগামী ফ্রেব্রুয়ারি অর্থাৎ ২০২৬-এ মিস টু মিসেস হবেন পর্দার শ্রীভল্লি। এখনও নাকি সুখবরটি তাঁরা প্রকাশ্যে আনতে চান না। আনুষ্ঠানিকভাবে বাগদানের কথাও ঘোষণা করেননি বিজয়-রশ্মিকা। ব্যক্তিগত জীবনকে গোপন রাখার উদ্দেশেই নাকি এই সিদ্ধান্ত। সম্প্রতি রশ্মিকা সোশ্যাল মিডিয়ায় একটি শাড়ি পরা ছবি শেয়ার করেন যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই মনে করছেন ছবিটি তাঁর বাগদান অনুষ্ঠানের।
আরও পড়ুন সাগড়পাড়ে রোম্যান্টিক আবহে আংটি বদল, চুম্বন-উষ্ণ আলিঙ্গনে আদুরে মুহূর্তে গৌরব-সোনালি
দুর্গাপূজার দশমীতে সাবেক সাজে নজর কাড়েন পুষ্পা খ্যাত রশ্মিকা মন্দানা। শাড়ি আর কপালে তিলক লাগানো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'আমার প্রিয়জনদের শুভ বিজয়া। এ বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ কারণ আপনারা থাম্মার ট্রেলার আর আমাদের গানকে অফুরন্ত ভালবাসা দিচ্ছেন। আপনারা যেভাবে উচ্ছ্বাসে ভরিয়ে তুলছেন তাতে প্রতিটি মুহূর্ত আমার কাছে আরও আনন্দের হয়ে উঠছে। আমি আর অপেক্ষা করতে পারছি না। খুব শীঘ্রই আপনাদের সবার সঙ্গে সিনেমার প্রচারে দেখা হবে।'
পরিচালক আদিত্য সারপোতদারের হরর-কমেডি ছবি ‘থাম্মা’-তে আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকি, পরেশ রাওয়ালসহ আরও অনেকে। এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর।
আরও পড়ুন আয়েশা-সানিয়ার পর তৃতীয় বিয়েতেও ইতি? পাক অভিনেত্রী সানার সঙ্গে ক্রিকেটার শোয়েবের বিচ্ছেদ জল্পনা