Advertisment
Presenting Partner
Desktop GIF

Vijay Deverakonda : শুক্রে বিপত্তি, বরাত জোরে রক্ষা পেলেন দক্ষিণী সুপারস্টার বিজয়! দেখুন ভিডিও

Vijay Deverakonda : নতুন গানের প্রচারে মুম্বইয়ের একটি কলেজে এসেছিলেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোণ্ডা। তখনই ঘটে মারাত্মক দুর্ঘটনা। সিঁড়ি থেকে গড়িয়ে যান অভিনেতা। ভিডিও দেখে চিন্তিত বিজয়ের ভক্তরা। দেখুন সেই ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
বরাত জোড়ে রক্ষা পেলেন দক্ষিণী নায়ক বিজয়!

বরাত জোড়ে রক্ষা পেলেন দক্ষিণী নায়ক বিজয়!

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। তামিল-তেলুগু ভাষার ছবির পাশাপাশি হিন্দিতেও কাজ করেছেন। বিজয়ের সঙ্গে নাম জড়িয়েছে দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানার। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এটেছেন দুজনেই। শুধু তাই নয়, একে অপরের ভালো বন্ধু বলেই সম্বোধন করেন তাঁরা। বিজয়ের একটা বিরাট ফ্যানবেসও রয়েছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে সিঁড়ি থেকে হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছেন বিজয়। তড়িঘড়ি সকলে মিলে তাঁকে তুলেছেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চোখ-মুখের চেহারা মুহূর্তে বদলে যায় বিজয়ের। বুঝতেই পারেননি কী করে এক মুহূর্তে এরকম একটা ঘটনা ঘটে গেল। কয়েক সেকেণ্ড মাটিতে বসে ছিলেন অভিনেতা। ঘটনায় খানিক অস্বস্তিতে পড়েন বিজয়। 

Advertisment

সিঁড়ি থেকে যখন বিজয় পড়ে যান সেই মুহূর্তের ভিডিও ক্যমেরাবন্দি করেছেন সেলেব পাপারাৎজ্জিরা। সেই ভিডিও সমাজমাধ্যমের পেজে পোস্ট করেছেন ছবি শিকারিরা। সেখানে দেখা যাচ্ছে, কী ভাবে পা পিছলে পড়ে যান বিজয়। সঙ্গে সঙ্গে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেখানে উপস্থিত সকলে। উল্লেখ্য, ওই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি না করার আর্জি করেন অনেকেই। কিন্তু, কারও কথা না শুনেই সেলেব পাপারৎজ্জিরা বিজয়ের ছবি তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

এই ভিডিও দেখে চিন্তিত বিজয়ের ভক্তরা। তাঁর চোট গুরুতর কিনা তা জানতে মরিয়া অভিনেতার অনুরাগীরা। শুক্রবার মুম্বইয়ের একটি কলেজে আগামী গানের প্রমোশনের জন্য এসেছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। প্রসঙ্গত, পায়ে গুরুতর চোট পেয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা তারক মেহতা ওরফে শৈলেশ লোধা। 

আরও পড়ুন : জন্মদিনে পায়ে গুরুতর চোট, মন খারাপ শৈলেশ ভক্তদের, দেখুন ভিডিও

বিমানবন্দরে তাঁকে দেখা মাত্রই ছুটে আসে পাপারাৎজ্জিরা। তাঁদের দিকে হাসি মুখে পোজ দেন টেলি অভিনেতা শৈলেশ লোধা। সেলেব পাপারৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে শৈলেশের পায়ের চোট। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তদের কপালে চিন্তার ভাঁজ। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। 

Vijay Deverakonda Bollywood Actor
Advertisment