বিদেশী-এদেশী ওয়েব সিরিজে নানা ধরনের থ্রিলার দেখেছেন দর্শক কিন্তু সাম্প্রতিক সমস্ত ধরনের থ্রিলার দেখার অভিজ্ঞতা বদলে দেবে 'তানসেনের তানপুরা'। এই প্রথম ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তৈরি হয়েছে একটি ট্রেজার হান্টের গল্প যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়, রূপসা চট্টোপাধ্যায় ও জাতীয় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী জয়তী ভাটিয়া।
সম্প্রতি হইচই প্রকাশ করেছে এই সিরিজের পোস্টার। আগেই শোনা গিয়েছিল যে এপ্রিলে আসছে এই ওয়েব সিরিজ। বিশ্বস্ত সূ্ত্রের খবর, বাংলা নববর্ষে বা নববর্ষের পরেই স্ট্রিমিং হতে চলেছে এই সিরিজ। এই অভিনব ট্রেজার হান্টের গল্প ও চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু। সিরিজটি পরিচালনা করেছেন সৌমিক চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: ডিস্কো ডান্সার ২.০! মিঠুনদার ডান্স রিমেকে হৃতিকের স্টেপস
বাংলার বহু বিশিষ্ট অভিনেতাদের দেখা যাবে এই সিরিজের প্রধান চরিত্রে। বহু গান রয়েছে এই সিরিজে এবং তার মধ্যে রাগসঙ্গীতই প্রধান। জয় সরকারের সঙ্গীত পরিচালনা ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লিরিকসে তৈরি হয়েছে 'তানসেনের তানপুরা'-র গানগুলি। যা গেয়েছেন জীমূত-সহ বহু বিশিষ্ট শিল্পীরা।
আরও পড়ুন, ‘ধর্ষকদের ফাঁসি একটা দৃষ্টান্ত! ৭ বছর নয় ৭ দিনে শাস্তির ব্যবস্থা করা হোক’
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে এই সিরিজের লেখক সৌগত বসু আগেই জানিয়েছিলেন যে ট্রেজার হান্টের এই গল্পে গানের মাধ্যমেই হবে ওয়েব সিরিজ যেখানে গান দিয়েই হবে রহস্য উন্মোচন। রাগসঙ্গীতের মধ্যে লুকিয়ে থাকবে বেশ কয়েকটি ধাঁধা, ঠিক যেমনটা হয় যে কোনও ট্রেজার হান্টের গল্পেই। আর সেই ধাঁধার উত্তরগুলি পাওয়া যাবে রাগটি পরিবেশনের মাধ্যমেই।
এই সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন দেবশঙ্কর হালদার, নীল মুখোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় ও নব্য প্রজন্মের অভিনেত্রী অঙ্গনা রায় যাঁকে এর আগে দর্শক দেখেছেন হইচই-এর জনপ্রিয় সিরিজ 'সেই যে হলুদ পাখি'-তে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন