scorecardresearch

‘আধার’ ছবির প্রিমিয়ার বুসান চলচ্চিত্র উৎসবে

অক্টোবরে বিনীত কুমার সিং অভিনীত ‘আধার’-এর প্রিমিয়ার হবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। দৃশ্যম ফিল্মসের এবং জিও স্টুডিয়োস-এর প্রযোজনায় এই ছবির স্ক্রিনিং হবে ‘অ্য উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে।

Aadhaar stars Vineet Kumar Singh in the lead role.
ছবিতে মুখ্য চরিত্রে বিনীত কুমার সিং।

২৪ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আধার’ ছবির প্রিমিয়ার হবে। অক্টোবরে অনুষ্ঠিত হবে ফিল্ম ফেস্টিভ্যাল। দৃশ্যম ফিল্মসের এবং জিও স্টুডিয়োস-এর প্রযোজনায় এই ছবির স্ক্রিনিং হবে ‘অ্য উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে। ৩ থেকে ১২ তারিখ পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। সেখানেই ৬ অক্টোবর স্ক্রিনিং হবে ‘আধার’-এর।

সামাজিক ও রাজনৈতিক দিক থেকে নানাবিধ প্রতিক্রিয়া রয়েছে আধার স্কিম নিয়ে। নির্মাতাদের মতে, এই ছবি একজন সাধারণ মানুষের মধ্য দিয়ে সেই সমস্ত দিকগুলোই ফুটিয়ে তুলবে। যে এই আমলাদের জালে পড়ে নিজের নাম আধারের জন্য লেখাতে এসে।

 

View this post on Instagram

 

Meet Pharsua, the first person from his village to enrol for Aadhaar… a card that can ru(i)n his life! Presenting the exciting first look of #AADHAAR, a comedy-drama film. Featuring the stellar cast – @itsvineetsingh, @saurabhshuklafilms, #RaghubirYadav, @imsanjaimishra, @prithvihatte, and directed by the National Award Winning Filmmaker @sumanghosh509! We’re delighted to have our World Premiere at the prestigious 24th Busan International Film Festival (@busanfilmfest)! #AadhaarTheFilm @mundramanish | @OfficialJioStudios | @sumanghosh509 | @itsvineetsingh | @saurabhshuklafilms | @raghubir_y | @prithvihatte | @imsanjaimishra | @ishteyak15 | @echoinsta | @ravikiranayyagari | @Bodhaditya_Banerjee | @moitrashantanu | @amitoshnagpal | @resulpookutty | @angelicamonicabhowmick | @sachinlovalekar | @guptaaraghav | @shraddhaaa27 | @riottika | @kapil.madnani | @filmynerd | @cre_sumit | @supriyaguru | @vishal15inter

A post shared by Drishyam Films (@drishyamfilms) on

আরও পড়ুন, হিমেশের সঙ্গে হ্যাট্রিক, ‘আশিকি মে তেরি’-র রিমেক রানুর গলায়

পরিচালক হিসাবে এই ছবির মাধ্যমেই হিন্দি সিনেমায় ডেবিউ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুমন ঘোষ। পরিচালক বলেন, আমি সম্মানিত এবং অ্ত্যন্ত খুশি যে আমার ডেবিউ হিন্দি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে বুসানে। বুসান এমন এক ফিল্ম ফেস্টিভ্যাল যেখানে বারবার আমাদের ছবি মানুষ সাদরে গ্রহণ করেছে। ছবির কাস্ট এবং ক্রিউ, এছাড়াও দৃশ্যম ফিল্মস ও জিও স্টুডিয়োসের মত প্রযোজকরা পাশে দাঁড়িয়েছিল বলেই এটা সম্ভব হয়েছে।

রঘুবীর যাদব, সৌরভ শুক্লা এবং সঞ্জয় মিশ্র মতো কলাকুশলীরা রয়েছেন আধার ছবিতে। তবে ফেস্টিভ্যালে নির্বাচিত হওয়ার আগেই ছবির ফার্স্টলুক সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নির্মাতারা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Vineet kumar singh starrer aadhaar will have its world premiere at busan international film festival in october