Actor-Director Demise: 'বাবাকে হারিয়েছি...', ৫৫-তেই নিভল জীবন প্রদীপ! প্রয়াত জনপ্রিয় পরিচালক-অভিনেতা

VINOD CHHABRA passed away: ফের বিনোদন জগতে দুঃসংবাদ। অকাল মৃত্যু বিশিষ্ট ছবি নির্মাতা বিনোদ ছাবড়া। একাধিক ভাষায় ছবি তৈরি করেছেন বিনোদ। আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টিনসেল টাউন। সহকর্মীরা তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

VINOD CHHABRA passed away: ফের বিনোদন জগতে দুঃসংবাদ। অকাল মৃত্যু বিশিষ্ট ছবি নির্মাতা বিনোদ ছাবড়া। একাধিক ভাষায় ছবি তৈরি করেছেন বিনোদ। আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টিনসেল টাউন। সহকর্মীরা তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
প্রয়াত জনপ্রিয় পরিচালক-অভিনেতা

প্রয়াত জনপ্রিয় পরিচালক-অভিনেতা

VINOD CHHABRA Death: বিনোদন জগতে ফের শোকের ছায়া। একের পর এক মৃত্যুসংবাদ। গ্র্যামি জয়ী শিল্পী রিহানা তাঁর বাবাকে হারিয়েছেন। অল্পদিনের ব্যবধানে মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারে দুর্ঘটনা। কাজল-রানি হারিয়েছেন তাঁর কাকাকে। আকস্মিক মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা মুলুক দেবের। নেহা ধুপিয়ার বাবাও জন্মদিনের কয়েকদিন পরই পরলোক গমন করেছেন। টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা বিভু রাঘবের মৃত্যুশোকে কাতর পরিবার ও ভক্তরা। তাঁর মৃত্যু এখনও কেউ মেনে নিতে পারেননি। মনের ঘা শুকানোর আগেই ফের বিনোদন জগতে দুঃসংবাদ। অকাল মৃত্যু বিশিষ্ট ছবি নির্মাতা বিনোদ ছাবড়া। একাধিক ভাষায় ছবি তৈরি করেছেন বিনোদ। আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টিনসেল টাউন। সহকর্মীরা তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। 

Advertisment

৫ জুন বিনোদের মৃত্যুর খবরে চমকে যায় তাঁর পরিচিত মহল। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। ভক্তদের মনে চিরদিন থেকে যাবেন পরিচালক বিনোদ ছাবড়া। ২০টির বেশি ভাষায় ছবি তৈরি করেছেন। মালায়ালি, তামিল, তেলুগু ও বাংলা ভাষায় ছবি তৈরিতে দক্ষতা ছিল বিনোদের। দীর্ঘ ৪০ বছরের ফিল্মি কেরিয়ারে বিভিন্ন ভাষায় ভিন্ন স্বাদের ছবি দর্শককে উপহার দিয়ে গিয়েছেন বিনোদ ছাবড়া। পরিবাবের তরফে পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টের বিবৃতি অনুযায়ী, 'আমরা অত্যন্ত দুঃখরে সঙ্গে জানাচ্ছি যে বাবাকে হারিয়েছি। আজই (৫ জুন) শেষকৃত্য সম্পন্ন হবে।' বিনোদেন শেষ যাত্রায় উপস্থিত ছিলেন সতীর্থরা। বিনোদ নির্মিত হিন্দি ছবির তালিকায় রয়েছে পাপি গুড়িয়া, জিম্মেদার, মাই হাজব্যান্ডেস ওয়াইফ। ছবি বানানোর পাশাপাশি অভিনয়ও করতেন।

Advertisment

আরও পড়ুন ক্যানসার কেড়ে নিল প্রাণ, চিরতরে বিলীন মুখের হাসি! সকলকে কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় কমেডিয়ান

পরিচালক-অভিনেতার সঙ্গে একজন প্রযোজকও বটে। ধর্মেন্দ্র ও মৌসুমী চট্টোপাধ্যায় অভিনীত 'মেরা করম মেকা ধরম'-এর প্রযোজক ছিলেন বিনোদ ছাবড়া। এছাড়াও রাজীব কাপুর কিমি কাতার, অনিতা রাজ অভিনীত জিম্মেদার-এর প্রযোজনা করেছিলেন। ওম পুরী , রুপা গঙ্গোপাধ্যায়, শক্তি কাপুরের মীনা জাজর-এর ও প্রযোজক ছিলেন প্রয়াত পরিচালক-প্রযোজক-অভিনেতা বিনোদ ছাবড়া। ছবিগুলো বক্স অফিসে দারুণ সফল হয়েছিল।  

আরও পড়ুন একাকীত্বে-অবসাদে অকাল প্রয়াণ মুকুলের! কেন বলেছিলেন 'মৃত্যুকে অনেক কাছ থেকে...'!

VINOD CHHABRA