scorecardresearch

অনুস্কার সঙ্গে নাচতে গিয়েই পায়ে চোট বিরাটের! স্বামীর কষ্টে হাসছেন অভিনেত্রী?

সামনে এখনও খেলা বাকি, বিরাটকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা

Virat Kohli, Anushka Sharma, Virat Anushka, Virat Anushka dance pe chance, Virat Anushka video, Virat Anushka dance, Virat Anushka video
বিরাট-অনুস্কার নাচ

খেলা বাকি আছে এখনও, এখনই পায়ে লেগে গেলে হবে? অনুষ্কার সঙ্গে নাচতে গিয়েই বিপত্তি, পা ধরে বসে পড়লেন বিরাট! তারপর? চিন্তায় বিরাট অনুরাগীরা।

অনুষ্কার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েই নাচতে শুরু করলেন বিরাট। জিমের অন্দরে, বেশ খোশমেজাজে তারকা দম্পতি। হঠাৎই নাচতে নাচতে এগিয়ে এলেন বিরাট এবং অনুষ্কা। এক পা হাতে ধরে, রিদমের সঙ্গে নাচতে নাচতেই ঘটল বিপদ। কিছু মুহূর্তের মধ্যেই পা ধরে বসে পড়লেন বিরাট। শুধু তাই নয়, উফ বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে বসে পড়লেন।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুষ্কা। লিখেছেন, “ড্যান্স পে চান্স”। কিন্তু বিরাটের পা- এ টান লাগার পর, কোথায় অনুষ্কা গিয়ে ধরবেন তা নয় বরং হেসে গড়ালেন তিনি। এদিকে, অনুষ্কার কান্ড দেখে হাসি ধরছে না সোশ্যাল মিডিয়ার অনুরাগীরা। নিজেকে সামলাতে পারলেন না অনুষ্কা। এদিকে, উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

আরও পড়ুন [ প্রাক্তন সঙ্গীতার সঙ্গে প্রকাশ্যে খুনসুটি ভাইজানের, সকলের সামনেই লজ্জায় লাল সলমন! ]

“হ্যামস্ট্রিং ছিঁড়ে গেল নাকি? সামনে এখনও ওয়ার্ল্ড কাপ রয়েছে”। টলি অভিনেতা রোহন ভট্টাচার্য্যর কথায়, সাবধানে থাকুন। আবার কেউ বললেন, “আপনার যা এনার্জি, সত্যিই”! আবার কেউ বলছেন, “অনুষ্কার মত একজন যেন সবার জীবনে থাকে”। ক্যাপ্টেন কোহলি নাচছেন, এমনিও তিনি তাঁর নাচের জন্য যথেষ্ট জনপ্রিয়। তবে, অনুষ্কার সঙ্গে তাঁর এই তালমেল বেশ মন কেড়েছে দর্শকদের।

বিরাট বলে কথা, তাঁর ছোট্ট চোটে বুক কেঁপে ওঠে ভারতবাসীর। দেশের হয়ে এখনও যে খেলা বাকি। বিরাট নীল জার্সি পরে মাঠে নামা মানেই, আলাদাই উত্তেজনা। বিরাটকে সুস্থ থাকার আর্জি জানিয়েছেন অনেকেই।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Virat anushka danced player got cramp