বিবাহবার্ষিকী-তে বিরুষ্কার বিয়ের ভিডিও-টা দেখেছেন? 

যেন চোখের পলকেই কেটে গিয়েছে একটা বছর, মনে হচ্ছে এই তো গতকালই সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। প্রথম বিবাহবার্ষিকীর দিনে অন্তত এমনটাই মনে করছেন মিসেস কোহলি।

যেন চোখের পলকেই কেটে গিয়েছে একটা বছর, মনে হচ্ছে এই তো গতকালই সাতপাকে বাঁধা পড়েছেন তাঁরা। প্রথম বিবাহবার্ষিকীর দিনে অন্তত এমনটাই মনে করছেন মিসেস কোহলি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভাল মানুষকে বিয়ে করলে, বিবাহিত জীবন স্বর্গের মতোই হয় বলে মনে করেন অনুষ্কা শর্মা। ছবি সৌজন্য: বিরাট কোহলির ইনস্টাগ্রাম

যেন চোখের পলকেই কেটে গিয়েছে একটা বছর, মনে হচ্ছে এই তো গতকালই সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। প্রথম বিবাহবার্ষিকীর দিনে অন্তত এমনটাই মনে করছেন মিসেস কোহলি। গত বছর ঠিক এই দিনেই ইতালিতে রাজকীয় কায়দায় গাঁটছড়া বেঁধেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং অভিনেত্রী অনুষ্কা শর্মা। সব্যসাচীর ডিজাইনে অনুষ্কার নববধূর সেই সাজ আজও ঘুরে বেরায় টাইমলাইন জুড়ে।

Advertisment

আরও পড়ুন: ক্যানসারে আক্রান্ত তিনি, গুজব নিয়ে মুখ খুললেন শাহিদ

বলিউডের বিগ ফ্যাট ওয়েডিংগুলির মধ্যে তালিকার শীর্ষে আপাতত বিরুষ্কারই নাম। আর এদিন বিয়ের দিনের স্মৃতিচারণ করে নিজের অনুভূতি শেয়ার করে টুইট করেছেন অনুষ্কা। বিবাহিত জীবনকে রীতিমতো স্বর্গের সঙ্গে তুলনা করছেন তিনি। বিয়ের দিনের একটি ভিডিও-ও শেয়ার করেছেন সোশাল সাইটে। অন্যদিকে বেশ কিছু নতুন ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিরাটও। রইল সেই ছবি এবং ভিডিও।

Advertisment

publive-image গতবছর এই দিনেই গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। ছবি সৌজন্য: বিরাট কোহলির ইনস্টাগ্রাম

publive-image প্রথম বিবাহ বার্ষিকীর দিনে নিজের ইনস্টাতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন বিরাট। ছবি সৌজন্য: বিরাট কোহলির ইনস্টাগ্রাম

publive-image বিরাটকে টুইটারে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মিসেস কোহলিও। ছবি সৌজন্য: বিরাট কোহলির ইনস্টাগ্রাম

বলার অপেক্ষা রাখে না, ফ্যান মহলও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বিরুষ্কাকে। প্রসঙ্গত, বিরাট এবং অনুষ্কা নিজেদের প্রথম বিবাহবার্ষিকী কাটাচ্ছেন অস্ট্রেলিয়াতে।

Read the full story in English  

Virat Kohli Anushka Sharma