Advertisment

Vishwaroopam 2 box office collection Day 2: বক্সঅফিসে প্রত্যাশিত ফল করল বিশ্বরূপম টু

Vishwaroopam 2 box office collection Day 2: সব ভাষা মিলিয়ে প্রথম দিনে ৯ কোটি টাকার ব্যবসা করে বিশ্বরূপম টু এবছর কলিউডের তৃতীয় বড় হিট।

author-image
IE Bangla Web Desk
New Update
Vishwaroopam 2 box office collection Day 2:

Vishwaroopam 2 box office collection Day 2: ১০ অগাস্ট মুক্তি পেয়েছে বিশ্বরূপমের এই সিক্যুয়েল

Vishwaroopam 2 box office collection Day 2:  কমল হাসন, পূজা কুমার, আন্দ্রেয়া জেরেমাই, শেখর কাপুর, রাহুল বোস, অনন্ত মহাদেবন, ওয়াহিদা রহমান, জয়দীপ আহলাওয়াত অভিনীত 'বিশ্বরূপম টু' মুক্তি পেয়েছে শুক্রবার। মুক্তির দিনেই ৯ কোটি টাকা আয় করেছে কমল হাসনের এই ছবি। রজনীকান্তের 'কালা' (২১.৭ কোটি) ও সূর্যর 'থানা স্রেন্ধা কুট্টম' (১০ কোটি) ছবির পর কলিউডে তৃতীয় বড় বাজেটের মুক্তিপ্রাপ্ত ছবি 'বিশ্বরূপম টু'।

Advertisment

বিশ্বরূপম টুয়ের বক্সঅফিস রিপোর্ট শেয়ার করে ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহর বলেন, ''সব ভাষা মিলিয়ে প্রথম দিনে ৯ কোটি টাকার ব্যবসা করে বিশ্বরূপম টু এবছর কলিউডের তৃতীয় বড় হিট। 'কালা' ও 'থানা স্রেন্ধা কুট্টম' এর পরই ব্যবসার নিরিখে তিন নম্বরে এই ছবি। তবে দক্ষিণের তুলনায় হিন্দি বেল্টে এই ছবি কম ব্যবসা করবে বলেই আশা করা যাচ্ছে''।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা এই ছবি নিয়ে খুবই কঠোর সমালোচনা করেছেন। পর্দায় কমল হাসনের প্রতিভাকে ন্যায্যতা দিলেও, তিনি লিখেছেন, ''কমল হাসন ছবির সহ লেখক, পরিচালক ও প্রযোজক। ছবিতে তিনি র (RAW) এজেন্টের ভূমিকায়। ছবিতে সমস্ত রকমের কেরামতি দেখিয়েছেন এই প্রবীণ অভিনেতা। ছবির প্রথম পার্টে বিশ্বরূপমের পথিকৃৎ ছিলেন কমল হাসন, সৈনিক থেকে সোজা গুপ্তচরের ভূমিকায় বিশ্বরূপম টুতে। তাও আবার তাঁর মুখে শোনা যাচ্ছে ”ম্যায় মজহব নেহি, মুল্ক কে লিয়ে খুন বহাতা হু”-র মতো সংলাপ। আশ্চর্য রকম অদক্ষ চিত্রনাট্যের বাইরে বেরোতে পারলেন না কমল। তাঁর পরিচিত দক্ষতার সঙ্গে কয়েকটা লোকেশন ছাড়া আর কিছুই দিতে পারলেন না তিনি। ছিলেন আত্মসচেতনও। বাকিটা এড়িয়ে যাওয়াই শ্রেয়''।

আরও পড়ুন, Vishwaroopam 2 Box Office Prediction : উত্তর ভারতে প্রথমদিনেই আয় করতে পারে ২.৫ কোটি

তবে বিশ্বরূপম টুয়ের সাকসেস রেট বলছে বাঁধা পেরিয়েও এই ছবি বক্সঅফিসে ভালই ব্যবসা করবে। প্রথম সপ্তাহের তুলনায় পরের সপ্তাহগুলোতে আয় বাড়ার সম্ভবনাই রয়েছে।

Vishwaroopam 2 kamal haasan
Advertisment