John Abraham-Vivek Agnihotri: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ফাইলস ট্রিলজির তৃতীয় ও শেষ ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। আগামী ৫ সেপ্টেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পাবে বিবেকের নতুন ছবি। তার আগে চরম বিতর্কে জড়িয়েছে দ্য বেঙ্গল ফাইলস। আর সেই বিতর্কের সূত্রপাত কলকাতায় সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। কলকাতায় ট্রেলার প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন পরিচালক। বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বিতর্কের দায় এড়িয়ে গিয়েছেন। তাঁকে ভীতু বলে খোঁচা মেরেছেন সিনেমার সহ প্রযোজক ও বিবেক পত্নী পল্লবী যোশী। বাংলা ইন্ডাস্ট্রির ঋদ্ধি সেন থেকে ঋত্বিক চক্রবর্তী সহ অনেকেই বিবেকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। গোপাল পাঁঠার নাতি ঐতিহাস বিকৃতিকরণের অভিযোগে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থও হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতিতে ঘৃতাহুতির কাজটা করলেন অভিনেতা জন আব্রাহাম।
২০০৭ সালে বিবেকের নির্দেশনায় ধান ধনা ধন গোল-এ অভিনয় করেছিলেন। এক সাক্ষাৎকারে বলেন, 'কখনোই দ্য কাশ্মীর ফাইলস-এর মতো ছবি বানাবেন না যা মানুষকে রাজনৈতিকভাবে প্রভাবিত করে।' এনডিটিভির ম্যানেজিং এডিটর পদ্মজা জোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জন আব্রাহামের মন্তব্যের জবাব দেন বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেন, 'জন কোনও ঐতিহাসিক, বুদ্ধিজীবী, চিন্তাবিদ বা লেখক নন। তিনি সত্যমেব জয়তে-এর মতো অতিরঞ্জিত জাতীয়তাবাদী ছবি বানিয়েছেন। ডিপ্লোম্যাটের মতো ছবি করেছেন। যদি কোনও বড় ঐতিহাসিক এটা বলতেন তাহলে আমার আপত্তি ছিল না। কিন্তু আমি ওঁর কথাযর গুরুত্ব দিই না। ভারতের পরিবেশ কবে অতি রাজনৈতিক ছিল না? কবে ভারতে হিন্দু-মুসলিম বা জাতিগত সমস্যা ছিল না?'
আরও পড়ুন 'ওঁরা ভয় পেয়েই ...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে মমতার সরকারকে তোপ বিবেক পত্নী পল্লবীর
জনকে খোঁচা মেরে বিবেক অগ্নিহোত্রী বলেন, 'মোটরবাইক চালানো, শরীর দেখানো আর প্রোটিন খাওয়ার জন্যই তো তিনি পরিচিত। ওগুলোতে মনোযোগ দিলেই ভাল। সিনেমা নিয়ে কথা না বলাই বুদ্ধিমানের কাজ।' পরিচালকের প্রশ্ন, কেন হিন্দু-মুসলিম দাঙ্গা বা জাতিভেদের মতো বিষয়গুলোকে চলচ্চিত্র নির্মাতাদের কাছে ট্যাবু হিসেবে দেখা হবে? পরিচালকের সংযোজন, 'আমি বলছি না হিন্দুরা মুসলিমদের অপছন্দ করে। আমার ছবি উই দ্য পিপল অব ভারত-এ দেখানো হয়েছে কীভাবে রাজনৈতিক শক্তিগুলো সাম্প্রদায়িক রাজনীতি ও হিংসার বশবর্তী হয়ে সাধারণ মানুষকে কষ্ট দেয়। আর যখন দুষ্কৃতী, অবৈধ অনুপ্রবেশকারী বা সমাজের তোলাবাজকে শক্তিশালী করে তখন আমরা যাঁরা ভারতের সাধারণ মানুষ ভোগান্তির শিকার হই।'
আরও পড়ুন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে 'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তির আর্জি, রাষ্ট্রপতিকে আবেদন ভিক্টরের
Vivek Agnihotri-John Abraham: 'ও শুধু প্রোটিন খাক আর...', 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে মন্তব্য করতেই জনকে জবাব বিবেকের
The Kashmir Files-John Abraham: দ্য কাশ্মীর ফাইলসের মতো ছবি তৈরি করা উচিত নয়। অভিনেতা জন আব্রাহাম বিবেক অগ্নিহোত্রী প্রসঙ্গে এই মন্তব্য করতেই বিস্ফোরক পরিচালক।
The Kashmir Files-John Abraham: দ্য কাশ্মীর ফাইলসের মতো ছবি তৈরি করা উচিত নয়। অভিনেতা জন আব্রাহাম বিবেক অগ্নিহোত্রী প্রসঙ্গে এই মন্তব্য করতেই বিস্ফোরক পরিচালক।
অভিনেতা-পরিচালক দ্বন্দ
John Abraham-Vivek Agnihotri: পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ফাইলস ট্রিলজির তৃতীয় ও শেষ ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। আগামী ৫ সেপ্টেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পাবে বিবেকের নতুন ছবি। তার আগে চরম বিতর্কে জড়িয়েছে দ্য বেঙ্গল ফাইলস। আর সেই বিতর্কের সূত্রপাত কলকাতায় সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। কলকাতায় ট্রেলার প্রদর্শনে বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন পরিচালক। বিতর্কের জল গড়িয়েছে বহুদূর। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বিতর্কের দায় এড়িয়ে গিয়েছেন। তাঁকে ভীতু বলে খোঁচা মেরেছেন সিনেমার সহ প্রযোজক ও বিবেক পত্নী পল্লবী যোশী। বাংলা ইন্ডাস্ট্রির ঋদ্ধি সেন থেকে ঋত্বিক চক্রবর্তী সহ অনেকেই বিবেকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। গোপাল পাঁঠার নাতি ঐতিহাস বিকৃতিকরণের অভিযোগে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থও হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতিতে ঘৃতাহুতির কাজটা করলেন অভিনেতা জন আব্রাহাম।
২০০৭ সালে বিবেকের নির্দেশনায় ধান ধনা ধন গোল-এ অভিনয় করেছিলেন। এক সাক্ষাৎকারে বলেন, 'কখনোই দ্য কাশ্মীর ফাইলস-এর মতো ছবি বানাবেন না যা মানুষকে রাজনৈতিকভাবে প্রভাবিত করে।' এনডিটিভির ম্যানেজিং এডিটর পদ্মজা জোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জন আব্রাহামের মন্তব্যের জবাব দেন বিবেক অগ্নিহোত্রী। তিনি বলেন, 'জন কোনও ঐতিহাসিক, বুদ্ধিজীবী, চিন্তাবিদ বা লেখক নন। তিনি সত্যমেব জয়তে-এর মতো অতিরঞ্জিত জাতীয়তাবাদী ছবি বানিয়েছেন। ডিপ্লোম্যাটের মতো ছবি করেছেন। যদি কোনও বড় ঐতিহাসিক এটা বলতেন তাহলে আমার আপত্তি ছিল না। কিন্তু আমি ওঁর কথাযর গুরুত্ব দিই না। ভারতের পরিবেশ কবে অতি রাজনৈতিক ছিল না? কবে ভারতে হিন্দু-মুসলিম বা জাতিগত সমস্যা ছিল না?'
আরও পড়ুন 'ওঁরা ভয় পেয়েই ...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে মমতার সরকারকে তোপ বিবেক পত্নী পল্লবীর
জনকে খোঁচা মেরে বিবেক অগ্নিহোত্রী বলেন, 'মোটরবাইক চালানো, শরীর দেখানো আর প্রোটিন খাওয়ার জন্যই তো তিনি পরিচিত। ওগুলোতে মনোযোগ দিলেই ভাল। সিনেমা নিয়ে কথা না বলাই বুদ্ধিমানের কাজ।' পরিচালকের প্রশ্ন, কেন হিন্দু-মুসলিম দাঙ্গা বা জাতিভেদের মতো বিষয়গুলোকে চলচ্চিত্র নির্মাতাদের কাছে ট্যাবু হিসেবে দেখা হবে? পরিচালকের সংযোজন, 'আমি বলছি না হিন্দুরা মুসলিমদের অপছন্দ করে। আমার ছবি উই দ্য পিপল অব ভারত-এ দেখানো হয়েছে কীভাবে রাজনৈতিক শক্তিগুলো সাম্প্রদায়িক রাজনীতি ও হিংসার বশবর্তী হয়ে সাধারণ মানুষকে কষ্ট দেয়। আর যখন দুষ্কৃতী, অবৈধ অনুপ্রবেশকারী বা সমাজের তোলাবাজকে শক্তিশালী করে তখন আমরা যাঁরা ভারতের সাধারণ মানুষ ভোগান্তির শিকার হই।'
আরও পড়ুন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে 'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তির আর্জি, রাষ্ট্রপতিকে আবেদন ভিক্টরের