/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/srk-1.jpg)
শাহরুখ-সলমনকে চরম কটাক্ষ 'কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রীর
'দ্য কাশ্মীর ফাইলস' করে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন বিবেক অগ্নিহোত্রী। বেঁফাস মন্তব্য করতেও জুড়ি মেলা ভার পরিচালকের! এবার শাহরুখ-সলমনদের কটাক্ষ করে পাল্টা নিজেই ট্রোলড হয়ে বসলেন বিবেক।
প্রসঙ্গত 'দ্য কাশ্মীর ফাইলস'-এর এমন বক্সঅফিসে ঝড় তোলা সাফল্যের পর থেকেই বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) দিকে নজর রয়েছে সিনেদর্শকদের। তবে পরিচালক সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন যে বলিউড ইন্ডাস্ট্রির তথাকথিত স্টারদের নিয়ে তিনি কাজ করতে নারাজ! আর এবার তো আরও একধাপ এগিয়ে শাহরুখ ও সলমন খানের উদ্দেশে তোপ দেগে বসলেন বিবেক।
কেন শাহরুখ খানকে (Shah Rukh Khan) এখনও বলিউডের বাদশা বলা হয়? এমন-ই একটি টুইট ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। যা দেখে প্রায় তেলেবেগুনে জ্বলে ওঠেন বিবেক অগ্নিহোত্রী। অতঃপর স্বভাবচিতভাবেই মন্তব্য করে বসেন, "বলিউডে যতদিন বাদশা, সুলতান, রাজা-রাজরা রয়েছেন, ততদিন ইন্ডাস্ট্রি ডুবতেই থাকবে। সাধারণ মানুষের গল্প বলে এটাকে আমজনতার ইন্ডাস্ট্রি বানাও, তাহলেই তো বিশ্ব বিনোদুনিয়ায় বলিউড রাজত্ব করবে..।"
As long as Bollywood has Kings, Badshahs, Sultans, it will keep sinking. Make it people’s industry with people’s stories, it will lead the global film industry. #FACThttps://t.co/msqfrb7gS3
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) July 14, 2022
<আরও পড়ুন: ‘পারিবারিক রীতি’, বাবার গার্লফ্রেন্ড সুস্মিতাকে নিয়ে এবার ‘বিস্ফোরক’ ললিত মোদির ছেলে!>
শাহরুখ-সলমন যদিও কোনওদিন কটাক্ষ-সমালোচনা নিয়ে মন্তব্য করেন না। তবে দুই তারকার অনুরাগীদের এমন বিস্ফোরক মন্তব্য নজর এড়ায়নি। অতঃপর তারাও 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালককে ধুয়ে দিতে পিছপা হলেন না। সোজাসাপ্টা প্রশ্ন রাখলেন বিবেকের কাছে- "'কাশ্মীর ফাইলস' করে কি মাথা ঘুরে গেছে?" এখানেই অবশ্য থামেননি শাহরুখ-সলমনের অনুরাগীরা। সাফ জানিয়েছেন- "আপনি বলিউডের ভবিষ্যদ্বাণী করার কে?"
উল্লেখ্য, 'দ্য কাশ্মীর ফাইলস'কে বিজেপির হিন্দুরাষ্ট্র গড়ার স্ট্র্যাটেজির আখ্যাও দিয়েছিল নেটিজেনরা। এই সিনেমা নিয়ে মোদী-শাহ থেকে শুরু করে যোগী অবধি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অন্যদিকে শাহরুখ-পুত্র আরিয়ানের মাদককাণ্ডের সময়ে পরোক্ষভাবে বিজেপি-শিবসেনা রাজনীতিও জড়িয়েছিল। সেই প্রেক্ষিতেই কি গেরুয়া-ঘেঁষা বিবেক অগ্নিহোত্রী শাহরুখ খানের উদ্দেশে তোপ দাগলেন?, প্রশ্ন ছুঁড়েছেন নেটিজেনরাই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন