/indian-express-bangla/media/media_files/2025/09/12/the-bengal-files-2025-09-12-10-54-51.jpg)
কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন
The Bengal Files-Kolkata National Library: ৫ সেপ্টেম্বর দেশ জুড়ে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বহু বিতর্কিত ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি বিবেকের বিতর্কিত 'ফাইলস' ট্রিলজির শেষ ভাগ। এক সপ্তাহে কোনওক্রমে ১০ কোটির গণ্ডি পেরিয়ে দ্য বেঙ্গল ফাইলস-এর ঝুলিতে এসেছে ১১.২৫ কোটি। পশ্চিমবঙ্গে 'অঘোষিতভাবে' এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। কোনও হলমালিক দ্য বেঙ্গল ফাইলস মুক্তিতে সায় দেয়নি। হলমালিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে FWICE। এর মাঝেই ভাগ্যে শিকে ছিঁড়ল বিবেকের। ১৩ সেপ্টেম্বর কলকাতায় হবে 'দ্য বেঙ্গল ফাইলস'-এর বিশেষ প্রদর্শনী। বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সমাজ-সাংস্কৃতিক সংগঠন 'খোলা হাওয়া'-র হস্তক্ষেপেই নেওয়া হয়েছে এই বিশেষ সিদ্ধান্ত।
ANNOUCEMENT:
— Swapan Dasgupta (@swapan55) September 11, 2025
Khola Hawa is proud to present the first showing in Kolkata of the iconic film The Bengal Files.
For Entry pass contact
Shankudeb Panda 9831052460
Biswajit Das 9800633713 pic.twitter.com/kCezJG8vEQ
রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তের নেতৃত্বাধীন এই সংগঠনটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করছে। শনিবার বিকেল চারটের সময় দ্য বেঙ্গল ফাইলসের প্রদর্শনী হবে দক্ষিণ কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবনে। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই উপস্থিত থাকবেন সিনেমার বিশেষ প্রদর্শনীতে। পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি না পাওয়ায় প্রদর্শনীর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে স্বপন দাশগুপ্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তিনি লিখেছেন, 'খোলা হাওয়া গর্বের সঙ্গে কলকাতায় প্রথমবার প্রদর্শন করতে চলেছে আইকনিক ছবি দ্য বেঙ্গল ফাইলস।'
আরও পড়ুন সোমে স্বস্তি, 'দ্য বেঙ্গল ফাইলস'-র বিরুদ্ধে 'গোপাল পাঁঠা'-র নাতির মামলা খারিজ আদালতের
পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেত্রী পল্লবী যোশী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, 'দেশজুড়ে ছবিটি মুক্তি পেয়েছে কিন্তু মানুষ দেখছে না। পরিচালক কাঁদছেন। কয়েক দিন আগে পরিচালকই বলেছিলেন, অরিন্দম চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই। পরে ভুল শুধরে বলা হল, চট্টোপাধ্যায় নয়, অরিন্দম ঠাকুর। বাঙালিরা ভাগ্যবান, অন্তত বিজেপি নেতা অনুরাগ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র বলেননি।'
অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, 'প্রদর্শনীর ঘোষণা হয়েছে। কিন্তু পুলিশ আদৌ অনুমতি দেবে কি না তা নিয়ে সন্দেহ আছে। রাজ্যে কোনও আইন-শৃঙ্খলা নেই। ছবিটি রাজ্যে মুক্তি পেতে দেওয়া হয়নি। তাই এ বারও আদৌ প্রদর্শনী হবে কি না তা স্পষ্ট নয়।'পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, 'ওদের ছবি প্রদর্শনের অধিকার আছে। কিন্তু দ্য বেঙ্গল ফাইলস গোটা দেশেই প্রত্যাখ্যাত হয়েছে। ছবিটির ব্যবসাও খুব খারাপ। মিডিয়া, রাজনৈতিক দলের সমর্থন পাচ্ছেন না বলেই পরিচালক কাঁদছেন।'