/indian-express-bangla/media/media_files/2025/09/28/vivek-oberoi-4-2025-09-28-14-05-50.jpg)
কী হয়েছিল বিবেকের সঙ্গে?
অভিনেতা বিবেক ওবেরয় জীবনের পথে বহু উত্থান-পতনের মুখোমুখি হয়েছেন। ব্যক্তিগত জীবন হোক বা ক্যারিয়ার- ট্র্যাজেডি এবং সংগ্রাম যেন বারবার তাঁর দরজায় কড়া নেড়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি স্মৃতিচারণ করলেন জীবনের প্রথম বড় ট্র্যাজেডির কথা। যখন তাঁর শৈশবের প্রেমিকা...
ইউটিউব চ্যানেল প্রখর গুপ্তার সঙ্গে আলাপে বিবেক বলেন, "আমার তখন মাত্র ১৮ বছর, আর ওর বয়স ছিল ১৭। আমার চোখের সামনেই আমি আমার শৈশবের প্রেমিকাকে হারিয়েছি। সে ব্লাড ক্যান্সারে ভুগছিল, আর কয়েক মাসের মধ্যেই ও চলে গেল।”
তিনি জানান, মাত্র ১৩ বছর বয়সে তাঁদের মধ্যে ‘পাপি লাভ’-এর সম্পর্ক গড়ে ওঠে। কার্ড আদানপ্রদান, ভবিষ্যতে বিয়ে, সন্তান- সবকিছুই যেন মনে মনে আঁকছিলেন। কিন্তু হঠাৎই সেই স্বপ্ন ভেঙে যায়। “জানুয়ারিতে ওর রোগ ধরা পড়ল, আর মার্চেই ও চলে গেল,” বলেন বিবেক।
Raghu Dakat Movie- Dev: 'শত্রু যত বাড়ে, তাঁর মানে এগোচ্ছি,' 'রঘু ডাকাতে'র সমালোচনা সামলালেন দেব
এই ঘটনাই তাঁর মনে এক গভীর ভয় তৈরি করে- আবারও হৃদয় ভাঙার ভয়। বিবেকের কথায়, "আমি সবসময়ই আবেগপ্রবণ এবং সংবেদনশীল মানুষ। একবার হৃদয় ভাঙার যন্ত্রণা যেভাবে আমাকে নিঃসঙ্গ করে তুলেছিল, আরেকবার সেই অবস্থার মধ্যে পড়ার আশঙ্কা আমাকে ভেতরে ভেতরে কাঁপিয়ে দেয়। তখন মনে হয়, নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে একাকীত্ব বেছে নি। যেন জলের বাইরে উঠে আসা একটা মাছ।"
এর আগেও এক সাক্ষাৎকারে তিনি জানান, অসুস্থতার খবর পেয়েই তিনি প্রেমিকার খোঁজ করতে ছুটেছিলেন। প্রথমে ফোনে যোগাযোগ না পেয়ে আতঙ্কিত হন। পরে জানতে পারেন, তিনি হাসপাতালে ভর্তি। তখনই জানা যায়, তিনি তীব্র লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার শেষ পর্যায়ে আছেন।
স্মৃতিচারণ করে বিবেক বলেন, "আমরা পাঁচ-ছয় বছর সম্পর্কের মধ্যে ছিলাম। সে-ই ছিল আমার স্বপ্নের নারী। কিন্তু চোখের সামনে তাকে হারিয়ে ফেলা আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us