বলিউডে এখন বায়োপিকের মরশুম। একের পর এক বায়োপিক হয়ে চলেছে। সাফল্যও পাচ্ছে, বিতর্কও দানা বাঁধছে। সম্প্রতি আলোচনা শুরু হয়েছিল অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নিয়ে। এবার শোনা যাচ্ছে সিনেমার পর্দায় দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মজীবনী। আর এই খবরেই সরগরম বিটাউন থেকে রাজনীতির আঙিনা। শোনা যাচ্ছে ২০১৯ এর নির্বাচনের আগেই তৈরি হবে এই ছবি। আর প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিবেক ওবেরয়কে।
মেরি কম ও সরবজিত ছবির নির্মাতা উমঙ্গ কুমারের হাত ধরেই সত্তর এমএমে আসছে এই ছবি। নরেন্দ্র মোদীর জীবনের শুরু দিক থেকেই দেখানো হবে ছবিতে। চা বিক্রেতা থেকে পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্রের শীর্ষে ওঠা সবটাই রয়েছে সিলেবাসে। মোদীর ফ্যানদের দিকে তাকিয়ে আশা করা হচ্ছে কর্মাশিয়ালি এই ছবি সাফল্য পাবেই।
আরও পড়ুন, ‘গল্লি বয়’ ছবির পোস্টারই বলছে মন জয় করবেন আলিয়া-রণবীর
প্রসঙ্গত, অভিনেতা পরেশ রাওয়ালের এই ছবি করার কথা থাকলেও পরে তার জায়গায় শোনা যাচ্ছে বিবেক ওবেরয়ের নাম। আমাজনের ওয়েব সিরিজের পর এই ছবির হাত ধরে বলিউডে ফিরছেন বিবেক।
সূত্রের খবর অনুযায়ী, বিবেক ওবেরয়কে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে, যেখানে দিল্লি থেকে বরোদা ছবিতে বিভিন্ন জায়গা তুলে নিয়ে আসা হবে। উত্তরাখন্ড, হিমাচলপ্রদেশকেও বাদ দেওয়া হচ্ছে না চিত্রনাট্য থেকে। বর্তমানে দক্ষিনী ছবি নিয়ে বিবেক কিছুটা ব্যস্ত রয়েছেন। তাকে শেষ দেখা গিয়েছিল কান্নড় ছবি কমান্ডোতে এবং তামিল ছবি বিবেগম-এ। হাতে মালয়ালম ছবি লুসিফার নিয়েও এখন ব্যস্ত অভিনেতা। তারই মধ্যে এই খবরে নড়েচড়ে বসেছে টিনসেল টাউন।