/indian-express-bangla/media/media_files/2025/01/23/DIcfHFWRZr0AkOjeKU59.jpg)
ভিভিয়ানের কাণ্ডে ফের শোরগোল, করণকে ঠুকলেন তিনি? Photograph: (ফাইল চিত্র )
Bigg Boss সিজন ১৮ শেষ হয়ে গেলেও, এখনও চর্চার শেষ নেই এই নিয়ে। রবিবার এর গ্র্যান্ড ফিনালে হলেও আজও আলোচনায় রয়েছেন করণবীর-ভিভিয়ান। দুই অভিনেতা, একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও এবার তো ভয়ঙ্কর সমালোচনা। কারণ অবশ্য ভিভিয়ান নিজেই। গতকাল তিনি এবং তাঁর স্ত্রী যে কাণ্ড ঘটিয়েছেন..
করণ এবং ভিভিয়ান প্রথম থেকেই চর্চার শীর্ষে ছিল। কারণ, এই দুজনের ভক্তরা প্রথম থেকেই তাঁদের জয় এবং ফাইনাল যাত্রা নিয়ে ভেবে রেখেছিলেন। যেমন ভাবা ঠিক তেমন কাজ। দুজনেই ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলেন। তারপর, বিজেতার নাম ঘোষণা করেন ভাইজান। এবং ভিভিয়ানকে টেক্কা দিয়ে করণ জিতে নেন বাজি। তারপর থেকেই ভিভিয়ানের ফ্যানেরা এবং অনুরাগীরা ক্ষেপে আগুন। বিশেষ করে তাঁর স্ত্রী।
আরও পড়ুন - Kapil Sharma - Rajpal Yadav: সলমনের পর এবার কপিল - রাজপাল, পাকিস্তান থেকে খুনের হুমকি পেলেন কমেডিয়ানরা?
সেদিন ফাইনাল পর্বের শেষে, ভিভিয়ান যখন তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে যাচ্ছেন, তখন তাঁর বউকে রেগে মেগে চিৎকার করতে দেখা যায়। সেই দৃশ্য নজরে পড়ে সকলের। কিন্তু, গতকাল যেভাবে ভিভিয়ান সাক্সেস পার্টি দিলেন এবং সেখানে করণ ও তাঁর দলবলকে আমন্ত্রণ জানালেন না, সেটাও বেশ সমালোচনার শিকার হয়েছে। সেই পার্টিতে উপস্থিত ছিলেন ইশা-অবিনাশ অনেকেই, তবে বিজয়ী করণকে দেখা যায়নি।
যে কেক আনা হয়েছিল, সেখানে লেখা ছিল, "রাজারা ট্রফি জিতলেও, আমাদের হৃদয় জেতাই কাজ।" এই দৃশ্য দেখেই বেশিরভাগের বক্তব্য এইসব কাণ্ড, রাগ ক্ষোভ এবং জ্বলুনি থেকেই করছেন তিনি। আর নিজেদের মুখ বন্ধ রাখলেন না তাঁরা। কেউ তো, প্রকাশ্যেই তাঁদের 'C Grade' বলে সম্বোধন করলেন। কেউ বললেন, হৃদয় জিতে থাকলে ট্রফি আপনার হত। কারওর কথায়, যে ট্রফি নিয়ে গিয়েছে, সেই বিজেতা। বাকি সব কনশলেশন।
উল্লেখ্য, বউকে পাশে নিয়ে তাঁর কাঁধে হাত রেখে হাসিমুখেই কেক কাটেন ভিভিয়ান। বেশ উজ্জ্বল মেজাজে দেখা যায় ইশাকেও। যদিও, বা ভিভিয়ানের এই আচরণ তাঁকে আরও বেশি হাসির পাত্র করে তুলেছে।