Manasi Sinha on WBBSE Madhyamik Result: 'দু-হাত তুলে নাচছি, মা এসে বলল যদি ফেল করিস', মাধ্যমিকের আতঙ্কের কথা প্রকাশ্যে বললেন মানসী সিনহা

Manasi Sinha on Madhyamik Result: প্রত্যেক ছাত্রের জীবনে একটি বিভীষিকা সৃষ্টি করার মতো সাবজেক্ট থাকে। সেই পরীক্ষার দিন যেমন ভয় কাজ করে, তেমনই সেই পরীক্ষা হয়ে গেলেও কিন্তু চাপ কমে যায়। মানসীর সঙ্গেও সেই ঘটনাই ঘটে।

Manasi Sinha on Madhyamik Result: প্রত্যেক ছাত্রের জীবনে একটি বিভীষিকা সৃষ্টি করার মতো সাবজেক্ট থাকে। সেই পরীক্ষার দিন যেমন ভয় কাজ করে, তেমনই সেই পরীক্ষা হয়ে গেলেও কিন্তু চাপ কমে যায়। মানসীর সঙ্গেও সেই ঘটনাই ঘটে।

author-image
Anurupa Chakraborty
New Update
manasi sinha on poush parban

Manasi Sinha: যা বললেন মানসী... Photograph: ( ফাইল)

WBBSE Madhyamik result 2025-Manasi Sinha: মাধ্যমিক পরীক্ষা মানেই বিরাট ব্যাপার। জীবনের প্রথম বড় পরীক্ষা নিয়ে নানা ভীতি থাকে। এই পরীক্ষা আদৌ জীবন নির্ধারণ করে কিনা এই নিয়ে সন্দেহ থাকলেও প্রথম বড় পরীক্ষা হিসেবে এর গুরুত্ব সাংঘাতিক। তারকাদের জীবনেও কিন্তু তাই। মাধ্যমিক মানেই প্রথমবারের মতো, বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া। তাঁর সঙ্গে যে সাবজেক্টে সবথেকে বেশী ভয়, তাতে নম্বর কী আসবে এই নিয়েও চিন্তা করতে হয়। মানসী সিনহার সঙ্গে কী হয়েছিল? 

Advertisment

প্রত্যেক ছাত্রের জীবনে একটি বিভীষিকা সৃষ্টি করার মতো সাবজেক্ট থাকে। সেই পরীক্ষার দিন যেমন ভয় কাজ করে, তেমনই সেই পরীক্ষা হয়ে গেলেও কিন্তু চাপ কমে যায়। মানসীর সঙ্গেও সেই ঘটনাই ঘটে। অভিনেত্রীর কাছে ফোন যেতেই তিনি বলেন আমার দুটো লেটার ছিল। বাংলায় ছিল আর ওয়ার্ক এডুকেশনে ছিল। আর একটা যদি কিছুতে থাকত তাহলে আমার, স্টার মার্কস হয়ে যেত। এখানেই থামলেন না তিনি। তাঁর সঙ্গে সঙ্গে এমনও বললেন, কী করেছিলেন সেই বিভীষিকাময় পরীক্ষার পর। 

Madhyamik Result 2025: 'আমার ভয় ছিল এই একটাই..', মাধ্যমিকের রেজাল্ট …

Advertisment

অভিনেত্রীর কথায়, "আমি যেদিন অঙ্ক পরীক্ষা দিয়ে বাড়ি এলাম, সেদিন দুই হাত তুলে নাচছি যে অঙ্কের সঙ্গে আমার সম্পর্ক শেষ। এদিকে, আমার নাচ দেখে তখন আমার মা বললেন যদি ফেল করিস? ব্যাস! আমার সব নাচ ফিউস...আমি রেগে আগুন। মাকে বলেই বসলাম তুমি আমার মা? এসব কেন বলছ?" কিন্তু অঙ্কে ভয় কাটাতেই এক মোক্ষম কাজ করেছিলেন তাঁর বাবা-মা। 

WBBSE Madhyamik result 2025-Biswanath Basu: 'অঙ্ক পরীক্ষা দিয়ে এসে প…

অভিনেত্রীর কথায়, অঙ্কে পাশ করাতে বাবা-মা স্কটিশ চার্চের শক্তিবাবুর কাছে ভর্তি করে দিয়েছিলেন। তারপর উনি যে কী ম্যাজিক করলেন! আমি ৬৫ পেয়ে গেলাম। সেই যে পরীক্ষা দিলাম, ব্যাস! টাটা বাইবাই, আর ঘুরেও দেখিনি। উল্লেখ্য, মানসী এখন অভিনেত্রীর সঙ্গে সঙ্গে পরিচালক বটে। তিনি, নানা কাজ উপহার দিচ্ছেন। 

MADHYAMIK Manasi sinha Madhyamik Exam 2025 Routine Madhyamik 2025