'খান' পদবী নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি। বলিউড হোক কিংবা সামাজিক বিপদ-আপদ নিঃশব্দেই ঝাঁপিয়ে পড়েছেন। দেশের বিভিন্ন রাজ্যে যখন যেখানে দরকার পড়েছে, দু' হাত উজার করে দান-খয়রাতিও করেছেন… ইদের পাশাপাশি বাড়িতে গণেশপুজো, দীপাবলিও পালন করেন। তবুও বারবার শুনতে হয়- এই দেশ তাঁর নয়। এমনকী দেশদ্রোহীর তকমা সাঁটতেও পিছপা হননি নিন্দুকেরা। পাঠান রিলিজের আগেও সেই গেল-গেল রব! খান পদবীর অভিনেতার ছবির গানের দৃশ্যে গেরুয়া বিকিনি দেখে রুষ্ট হয়েছে হিন্দু সংগঠনগুলো। এত তর্ক-বিতর্কের পর এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন শাহরুখ খান।
মনমোহন দেশাইয়ের ১৯৭৭ সালের সিনেমার নাম ধার করেই নিজেদের পরিচয় দিলেন শাহরুখ খান। 'পাঠান' তারকা আবারও মনে করিয়ে দিলেন যে, সিনেমার কোনও ধর্ম হয় না। সব ধর্মের মানুষেরাই ইন্ডাস্ট্রিতে কাজ করে দর্শকদের বিনোদন দেন।
দুই 'পাঠান' তারকাকে পাশে রেখে শাহরুখ বললেন, "এই যে দীপিকা, ও অমর। আমি শাহরুখ খান, আমি আকবর। আর জন আব্রাহাম, ও হচ্ছে অ্যান্টনি.. আমরা অমর আকবর অ্যান্টনি। আর এভাবেই একসঙ্গে আমরা সিনেমা তৈরি করি। আমাদের সংস্কৃতিতে কোনওরকম ভেদাভেদ নেই। আমরা শুধুই দর্শকদের ভালবাসার খাকাল। এই এত কোটি কোটি টাকা এটা গুরুত্বপূর্ণ নয়। বরং যে ভালবাসা আমরা পাচ্ছি, তার থেকে বড় আর কিছুই হয় না।"
<আরও পড়ুন: বক্সঅফিসে আগুন! কালো পোশাকে শরীর ঢেকে লুকিয়ে ঘুরছেন ‘পাঠান প্রেমিকা’ দীপিকা>
বক্সঅফিসে ঝড় তোলার পর এই প্রথম সোমবার সাংবাদিকদের মুখোমুখি হল বলিউড বাদশা। সেখানেই মঞ্চে ছবির দুই কো-স্টার জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোনকে সঙ্গে নিয়ে কিং খান বললেন, "আমরা অমর আকবর অ্যান্টনি। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র পারফর্ম করে আপানদের বিনোদিত করা। ভালবাসা আর ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়া।"
কিং খান এও যোগ করেন যে, "উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম.. যেখানেই সিনেমা বানাই না কেন, আমাদের উদ্দেশ্য থাকে ভালবাসা, সৌজন্যবোধ, ভাতৃত্ববোধ আর আনন্দ ছড়িয়ে দেওয়া দর্শকদের মধ্যে। সিনেমায় আমরা যে চরিত্র করি বা সংলাপ বলি, তাতে কাউকে আঘাত করার উদ্দেশ্য থাকে না। সেটা শুধুমাত্রই বিনোদনের জন্য।"
৪ বছর বাদে প্রত্যবর্তন করেও কোনও আক্ষেপ নেই শাহরুখের। বরং দর্শক-অনুরাগীদের কাছ থেকে এত ভালবাসা পেয়ে আপ্লুত তিনি। বললেন, "এই চার বছরে অতিমারীকালীন ভাল-মন্দ দেখেছি। আমি কাজ করিনি। আমার সন্তানদের সঙ্গে সময় কাটিয়েছি। ওদের বড় হতে দেখেছি কাছ থেকে।"